ইনস্টাগ্রামেই যেন জমে উঠেছে প্রেম। টলিপাড়ার নায়ক-নায়িকাদের ইনস্টা-স্টোরিতেই প্রকাশ পাচ্ছে একান্ত মুহূর্তগুলি। পর্দায় যেমন জমে উঠেছে কর্ণ ও রাধিকার প্রেমও, তেমনই বাস্তবেও। তবে একে অপরের সঙ্গে নয়। 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকার মনে অন্য পুরুষ। নিজের ইনস্টা-স্টোরিতে কাপল গোল দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ওরফে সকলের প্রিয় রাধিকা। কে সেই ভাগ্যবান, জানলে অবাক হবেন।