১০ জুন থেকেই ছন্দে ফিরছে টলিউড, অনুমোদন মিলল এবার সিনেমাতেও

Published : Jun 07, 2020, 05:27 PM IST

লকডাউনের পর স্বাভাবিকের পথে বিনোদন জগত। শুরু হতে চলেছে ধারাবাহিকের শ্যুটিং। ১০ জুন থেকে শুরু শ্যুটিং, দফায় দফায় বৈঠকে নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। ধারাবাহিকের পর এবার ছন্দে ফেরার পথে সিনেমা জগতও। রবিবার বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত।

PREV
17
১০ জুন থেকেই ছন্দে ফিরছে টলিউড, অনুমোদন মিলল এবার সিনেমাতেও

ছন্দে ফিরছে টলিপাড়া। লকডাউনের চতুর্থদফায় এসে মিলেছিল সবুজ সংকেত। ২ জুন প্রথম বসেছিল বৈঠক। সেখানেই ধারাবাহিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়। 

27

কিন্তু সেদিন সিনেমা নিয়ে কোনও আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন পিয়া  সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়। 

37

এরপর আবারও আলোচনায় বসেছিল টলিপাড়া ৪ জুন। সেদিনই স্থির হয়েছিল ১০ জুন থেকে শুরু হবে ধারাবাহিকের শ্যুটিং। 

47

নতুন পর্বের দেখা মিলবে ১৫ জুন। তবে সেদিনই জানিয়ে দেওয়া হয়েছিল রবিবার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে সিনেমা নিয়ে। 

57
67

সেই মতই রবিবার বৈঠকে বসেছিলেন ফেডারেশন, ইম্পা, আর্টিস্টস ফোরাম এর প্রতিনিধিরা। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ১০ জুন থেকে শুরু হবে ছবির শ্যুটিংও।

77

তার জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা নিয়ম, যা সেটের সকলকে মেনে চলতে হবে।  এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল,  ঋতব্রত ভট্টচার্য, অরিন্দম গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত প্রমুখেরা। 

click me!

Recommended Stories