Published : Nov 06, 2020, 11:45 PM ISTUpdated : Nov 07, 2020, 12:07 AM IST
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। ভালবাসা ডট কম ধারাবাহিকে তোড়া-ওম এর চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন মধুবনী ও রাজা। এবার দর্শকদের ভিন্ন ধরণের আনন্দ দেওয়ার পালা তাদের। সেই খুশির খবরই জানালেন সোশ্যাল মিডিয়ায়। রাজা এবং মধুবনীর বিয়ের প্রায় চার বছর হতে চলল, সুখে সংসার করে চলেছেন এই সেলেব দম্পতি। শ্বশুড়বাড়িতে নিজের মেয়ের মতই থাকেন মধুবনী।