নাচে-গানে-আড্ডায় জমজমাট ' বিজয়া বৈঠক' ,ঈশা-দিতিপ্রিয়ার সঞ্চালনায় থাকছে একগুচ্ছ নয়া চমক

Published : Oct 19, 2021, 03:07 PM IST

বিজয়া মানেই যেন মন খারাপের পালা। দুর্গাপুজোর ৪ দিনের সমস্ত আনন্দের শেষে আসে এই বিজয়া। তবে বিজয়া মানেই শুধু  দুঃখ নয় বরং এখনকার বিজয়ার অর্থ সম্পূর্ণ ভিন্ন। বিজয়া মানেই নাচ-গান-আড্ডা-খাওয়াদাওয়া। এবার বিজয়া দশমীতে জি বাংলা হাজির বিশেষ বিনোদন 'বিজয়া বৈঠক' নিয়ে। যেখানে চাঁদের হাঁট  বসেছে। জমজমাট তারকা সন্ধায়  ইশা এবং দিতিপ্রিয়ার সঞ্চালনায় কী কী চমক থাকছে চলেছে, দেখে নিন একঝলকে।

PREV
110
নাচে-গানে-আড্ডায় জমজমাট ' বিজয়া বৈঠক' ,ঈশা-দিতিপ্রিয়ার সঞ্চালনায় থাকছে একগুচ্ছ নয়া চমক


বিজয়া মানেই নাচ-গান-আড্ডা-খাওয়াদাওয়া। এবার বিজয়া দশমীতে জি বাংলা হাজির বিশেষ বিনোদন 'বিজয়া বৈঠক' নিয়ে। যেখানে চাঁদের হাঁট বসেছে।

210

মিষ্টিমুখ, প্রণাম, কোলাকুলি, এবার আর ভার্চুয়াল নয়। বরং বিজয়ার বৈঠকে জি পরিবারের সকলে একত্রিত হয়ে আড্ডায় মেতেছেন সকলে। 

310

বিজয়ার বৈঠকে রয়েছে একাধিক চমক। সঞ্চালনার দায়িত্বে থাকছেন টলিপাড়ার দুই অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও ইশা সাহা।
 

410


বিজয়ার বৈঠকে শুধু আড্ডা নয় রয়েছে নানা রকমের মজার খেলা, গানের জমজমাট আসর, মনভোলানো ডান্স পারফরম্যান্স  সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া।

510


বিজয়া বৈঠকে  জি বাংলার কড়ি খেলা পরিবারের সদস্যরা সকলেই পুরো অন্য লুকে নজর কেড়েছেন। সিরিয়ালের লুক ছেড়ে বিজয়া লুকে চমক দিয়েছেন তারকারা।

610

একসঙ্গে সকলের জমায়েত হলেই চলতে থাকে লেগপুলিং, খুনসুটি, আরও কত কী, বিজয়া বৈঠকেও বাদ যাবে কিছুই। একে অপরের খোঁজ নেওয়া থেকে গোপন রহস্যও ফাঁস হতে পারে বৈঠকী আড্ডায়।

710

মিঠাই পরিবারের  সকলের প্রিয় উচ্ছেবাবু ওরফে আদৃত রায় এবং সকলের প্রিয় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুর ডান্স পারফরম্যান্স নজর কাড়বে সকলের।
 

810


ধারাবাহিকের পর্দায় প্রতিদিন যে রূপে শিল্পীদের দেখেন বিজয়ার আড্ডায় তাদের পুরোপুরি ভিন্ন রূপে দেখতে পাবেন দর্শক এমনকী তারকাদের ব্যক্তিগত কিছু গুণের কথাও জানতে পারবেন এই বিজয়ার বৈঠকের আড্ডায়।

910

পৌষালি, অর্কদীপের সুরেলা কন্ঠ মাতিয়ে রাখবে পুরো বৈঠকী আড্ডাকে। বিজয়া বৈঠকে তাদের একাধিক গান জয় করবে দর্শকদের মন।
 

1010

জোজো, সন্দীপ্তা, ঈশা, দিতিপ্রিয়া সহ একঝাঁক তারকারা একফ্রেমে । এছাড়া অন্যান্য  প্রবীণ ও নবীন  তারকাদের বিজয়ার পারফরমেন্স দেখতে হলে চোখ রাখতে হবে ২৪ অক্টোবর দুপুর ৩ টেয় জি বাংলার টেলিভিশনের পর্দায়।
 

click me!

Recommended Stories