ডায়েট ভুলে পেটপুরে ভুরিভোজ, প্রকাশ্যে এল অপার জন্মদিনের পঞ্চব্যঞ্জনের থালি

অপরাজিতা আঢ্য থুড়ি অপা দি একনামে পরিচিত টলিপাড়ায়। তার অভিনয়ে মুগ্ধ সকল দর্শক। নতুন করে তার অভিনয় দক্ষতা নিয়ে বলার আর কিছু নেই। টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী যেমন প্যাশনেট তেমনি আবার মনখোলা। কথা বলার প্রথমেই এক গাল মিষ্টি হাসি যেন সব দুঃখ ভুলিয়ে দেয়। গতকালই ৩৮ বছরে পা দিয়েছেন অপরাজিতা আঢ্য। নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে জন্মদিন কাটালেন অভিনেত্রী। রোজের ডায়েটকে গুলি মেরে জন্মদিনের ভুরিভোজে ছিল  এলাহি আয়োজন। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি। দেখে নিন একনজরে।
 

Riya Das | Published : Feb 23, 2020 6:31 AM IST
110
ডায়েট ভুলে পেটপুরে ভুরিভোজ,  প্রকাশ্যে এল অপার জন্মদিনের পঞ্চব্যঞ্জনের থালি
গতকালই ৩৮ বছরে পা দিয়েছেন অপরাজিতা আঢ্য।
210
অভিনেত্রীর জন্মদিনে হাজির হয়েছিল দু'তলা ফিল্মি কেক। আর সেই কেটেই জন্মদিন পালন করেছেন অপরাজিতা।
310
তবে শুধু কেক নয়, কাসার থালায় পুরো পঞ্চব্যঞ্জন সহযোগে জন্মদিনে এলাহি আয়োজন ছিল ভরপুর।
410
নিজের বাড়িতেই গোটা পরিবারের সঙ্গে জন্মদিনে মেতে উঠলেন অভিনেত্রী।
510
অপরাজিতার জন্মদিন মানেই এলাহি আয়োজন। আর সেটা হওয়াটাই স্বাভাবিক।
610
রোজের ডায়েটকে গুলি মেরে কব্জি ডুবিয়ে খাওয়াটা মাস্ট। আর জন্মদিনের দিন সেটাই করলেন অভিনেত্রী।
710
নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি।
810
এই বছরের জন্মদিনটা যে দারুণ কেটেছে অপরাজিতা তা ছবিতেই স্পষ্ট।
910
সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন অপরাজিতা।
1010
অভিনয়ে যে পটু ,সেটা যেমন সবারই জানা, তেমনি অভিনয়ের পাশাপাশি নাচটাকেও বেশ রপ্ত করে নিয়েছেন তিনি।
Share this Photo Gallery
click me!

Latest Videos