110
পরিচালক নয়, অভিনেতা হতে কলকাতায় পা রেখেছিলেন রাজ চক্রবর্তী। থিয়েটর দিয়ে যাত্রা শুরু।
Subscribe to get breaking news alertsSubscribe 210
ছোট থেকেই থিয়েটর নিয়ে রাজ চক্রবর্তীর আগ্রহ ছিল বিস্তর। কিন্তু এতে পারিশ্রমিক ছিল বেশ কম।
310
আয়ের কথা মাথায় রেখেই ছোট ছোট অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে ছিলেন রাজ চক্রবর্তী। বেশ কিছু ছোট চরিত্রও পেয়েছিলেন তিনি।
410
ছোট থেকেই যে পরিচালক হতে চেয়েছিলেন এমনটা নয়, পরিস্থিতি তৈরি করেছে রাজ চক্রবর্তীকে।
510
একটি বাড়িতে রুদ্রনীলের সঙ্গে থাকতেন রাজ চক্রবর্তী। সেখান থেকেই আলাপ পরিচালক অরিন্দম দে-র সঙ্গে। কাজ শুরু হয় সহ পরিচালক হিসেবে।
610
ইটিভি-তে পাঁচু মিস্ত্রি লেন-এ প্রথম কাজ শুরু। সেখান থেকেই পরিচালনার কাজে আগ্রহ জাগে। অভিনয়ের সুযোগ ছিল বেশ কম।
710
ছোট ছোট টেলিফিল্ম থেকে ডাক পাওয়া বড় চ্যানেলে। মিরাক্কেল ও ডান্স বাংলা ডান্স পরিচালনা করতে করতে ভাগ্য ফেরে।
810
টম লিং ছবি করার স্বপ্ন দেখেছিলেন রাজ চক্রবর্তী। কিন্তু পরিচালক তখন পাশে পাননি কাউকেই। এরপরই ভেঙ্কটেশের প্রস্তাব গ্রহণ করে প্রথম ছবি করে ফেলা।
910
২০০৮ সালে মুক্তি পায় চিরদিনই তুমি যে আমার। এক কথায় সুপার হিট এই ছবি টলিউডকে দিয়ে ছিল এক নতুন পরিচালকের খোঁজ। তারপর আর ফিরে তাকাতে হয়নি রাজকে।
1010
বর্তমানে টলিউডের এক সফল অভিনেতা রাজ চক্রবর্তী। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিকবার খবরের শিরোনামে এলেও বর্তমানে তিনি শুভশ্রীর সঙ্গে সুখেই সংসার করছেন।