অপরাজিতা আঢ্য- তিলে তিলে নিজেকে তৈরি করেছেন অভিনেত্রী। একের পর এক চরিত্রেপাঠ করে দর্শকদের মনে এক স্থায়ী জায়গা করে নিতে সময় লেগেছে বেশ। ছোট পর্দা থেকে শুরু, বর্তমানে বড়পর্দার দাপুটে স্টার বললে খুব ভুল বলা হবে না। টলিউডের সেই প্রিয় অপাদি কেবলই লাইম লাইট নয়, সমান তালে সামলে চলেছেন সংসার। হাতা খুন্তি নেড়ে রান্না করা থেকে শুরু করে মেয়ের পাশে সব সময় বন্ধুর মতো থাকা, খামতি থাকেনি কিছুতেই।