কালো কর্সেটে উঁকি মারছে বক্ষের ট্যাটু, এমন Boss হলে অফিসে ২৪ ঘন্টার উপস্থিতি কর্মীদের

Published : Nov 13, 2020, 09:56 PM IST

হট ফিমেল বসের ফ্যান্টাসি একাধিক পুরুষদের থেকেই থাকে। সেই মহিলা বস যদি মাঝবয়সী, শ্যামবর্ণ গায়ের রঙ এবং দৃপ্ত দৃষ্টিতে কোনও পুরুষের দিকে তাকায় তাহলে যে কেউ নিজেকে আর সামলানোর অবস্থায় থাকবে না। এমনই টু হট টু হ্যান্ডেল অবতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজিক চান্দ্রেয়ী ঘোষ। এজ ইজ জাস্ট আ নাম্বার। প্রমাণ করে চলেছেন অভিনেত্রী। প্রমাণ স্বরূপ রইল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। 

PREV
18
কালো কর্সেটে উঁকি মারছে বক্ষের ট্যাটু, এমন Boss হলে অফিসে ২৪ ঘন্টার উপস্থিতি কর্মীদের

সেমি কর্পোরেট লুকে ধরা দিলেন চান্দ্রেয়ী। সাদা রঙের প্যান্ট, স্যুট। সঙ্গে কালো রঙের পুশ আপ কর্সেট। 

28

করসেটেই যেন চুঁইয়ে পড়ছে তাঁর গ্ল্যামার এবং ভরা যৌবন। বয়সের ছাপমাত্র নেই তাঁর চেহেরায়। 
 

38

করসেটেই যেন চুঁইয়ে পড়ছে তাঁর গ্ল্যামার এবং ভরা যৌবন। বয়সের ছাপমাত্র নেই তাঁর চেহেরায়। 
 

48

চান্দ্রেয়ীর এই কর্পোরেট লুকে তাঁকে রীতিমত সিডাক্টিভ লাগছে বলেই দাবি তাঁর ভক্তদের। 

58

এখন তিনি এণন কর্পোরেট পশ লুকে বেশ সোশ্যাল মিডিয়ায়। এই পোশাকের মাঝে উঁকি মারছে তাঁর বুকের ট্যাটু।

68

সোফার সামনে শুয়ে, পাশে ফোন, জুতো রেখে পোজ দিয়েছেন চান্দ্রেয়ী। সঙ্গে লাউড মেকআপ। 

78

ডার্ক লিপস, স্মোকি আইজে ঘাম ঝড়ালেন একাধিক মানুষের। পুরুষদের পাশাপাশি মেয়েরাও এখন তাঁর জন্য পাগল। 

88

দিন কতক আগেই কনের বেশে লেহেঙ্গায় দেখা গিয়েছিল তাঁকে। ভারী পাথরের গয়নায় সেজে উঠে ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী। 

click me!

Recommended Stories