উত্তমকুমারের নাতির বিয়ে বলে কথা, দেবলীনার গায়ে হলুদের ছবি মুহূর্তে ভাইরাল

অবশেষে অপেক্ষার অবসান, বিয়ের ফুল ফুঁটল দেবলীনা-গৌরবের। বুধবারই শুভ পরিণয় সুসম্পন্ন হবে। সকাল থেকেই উৎসবের মেজাজে মেতেছে দুই পরিবার। মুহুর্তে ভাইরাল ছবি...

Jayita Chandra | Published : Dec 9, 2020 10:56 AM IST / Updated: Dec 09 2020, 04:44 PM IST
17
উত্তমকুমারের নাতির বিয়ে বলে কথা, দেবলীনার গায়ে হলুদের ছবি মুহূর্তে ভাইরাল

বিয়ে বাড়ি বলে কথা। সকাল থেকেই বাড়িতে তোড় জোড় শুরু। উত্তমকুমারের নাতির বিয়ে। যার ফলে ভক্তের যে কৌতুহল থাকবে ষোলো আনা, তা বলাই বাহুল্য। 

27

এদিন সকাল থেকেই হায়ে হলুদের অনুষ্ঠানে মেতেছেন সকলে। দেবলীনার গায়ে গৌরবের হলুদ। এক মুখ হাসি নিয়ে ছবি পোস্ট। 

37



মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট পাড়ায়। মেহেন্দি থেকে শুরু। একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। 

47

নিজের বিয়ের দিনও কোনও ছাড় নেই শরীরচর্চায়। তাই হাতে মেহেন্দি পরেই জিমে হাজির হয়েছিলেন দেবলীনা সাত সকালে। 

57

বুধবারই বসবে বিয়ের আসর। আর কিছুক্ষণের মধ্যেই লগ্ন। নতুন জীবনে তাঁরা সুখী হোক, শুভেচ্ছায় ভরছে সোশ্যাল মিডিয়ার পাতা। 

67

রাসমণির সেট থেকেই শুরু সেলিব্রেশন। দুজনের একাধিক আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান ভাইরাল নেটপাড়ায়। 

77

এবার গৌরবের গলায় মালা দিয়ে অবশেষে পরিবারের সদস্য হতে চলেছেন দেবলীনা। কনে সেজে কেমন লাগে দেবলীনাকে, এখন সেই ছবি দেখার অপেক্ষায় ভক্তকূল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos