'রাসমণি'র দিতিপ্রিয়ার জনপ্রিয়তা এবার দেশজুড়ে, গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'রাণীমা'

৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অপু ও অপর্ণার কাহিনি। সেই ছয় দশক আগের সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুরের 'অপুর সংসার' দাগ কেটে গিয়েছিল বাঙালি দর্শকের মনে। এবার সৌমিত্র-শর্মিলার অপু-অপর্ণাকে ভিন্নরূপে সাদা কালো পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী। ফের ফিরল সাদা কালো পর্দায় অপু-অপর্ণা। ১৯৫৯-এর অপুর সংসারের অপু, অপর্ণার চরিত্র দু'টি জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন অর্জুন এবং দিতিপ্রিয়া।

Adrika Das | Published : Jan 20, 2021 2:09 PM IST
19
'রাসমণি'র দিতিপ্রিয়ার জনপ্রিয়তা এবার দেশজুড়ে, গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'রাণীমা'

পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযান্ত্রিক'-এ তাঁদের অপু ও অপর্ণার চরিত্রে দেখা গিয়েছে। 

29

পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযান্ত্রিক'-এ তাঁদের অপু ও অপর্ণার চরিত্রে দেখা গিয়েছে। 

39

সম্প্রতি শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৬ তম চলচ্চিত্র উৎসবে অয়োজিত হল অভিযান্ত্রিকের প্রথম স্ক্রিনিং।

49

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পড়েছে তাঁদের। অভিযান্ত্রিকের টিমের সঙ্গে ছবি তুলেছেন দিতিপ্রিয়া ও অর্জুন। 

59

সেই ছবি নিজেদের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা অভিনেত্রী। চলচ্চিত্র উৎসবে এবার ছড়িয়ে পড়বে তাঁদের অভিনয়ের দাপট। 

69

২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অয়োজিত হল অভিযান্ত্রিক ছবির প্রথম স্ক্রিনিং।

79

সেখানেও উপস্থিত ছিলেন অর্জুন, দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া নিজের প্রোফাইলে 'অভিযাত্রিক'র স্ক্রিনিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন।

89

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির স্ক্রিনিংয়ের পরই এবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে পাড়ি দিয়ে ফেললেন তাঁরা।  

99

রাণীমার খোলস ছেড়ে দিতিপ্রিয়া যেন অন্যরকম। আটপৌঢ়ে শাড়ি, কপালে বড় সিঁদুরের টিপ, হালকা কাজল। শর্মিলা ঠাকুরের মতই সেজে তাঁর মত দর্শকের মনে ছাপ ফেলতে পারবেন কি। আশানুরূপ ভক্তরা।   

Share this Photo Gallery
click me!

Latest Videos