'রাণীমা'র খোলস ক্রমশ ছাড়ছেন দিতিপ্রিয়া, ডার্ক ফ্যাশনিস্তা হয়ে উঠলেন নিমেষে

Published : Jan 15, 2021, 08:40 PM IST

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের জগতে পদার্পণ দিতিপ্রিয়ার। সেই জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে 'রাণী রাসমণি'র হাত ধরে। ধারাবাহিকটি বাংলা টেলিজগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি। বহু বছর ধরে টিআরপি তালিকার সেরা পাঁচের মধ্যেই থাকে 'রাণী রাসমণি'র নাম। দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান অর্জন করেছিল এই ধারাবাহিক। 

PREV
18
'রাণীমা'র খোলস ক্রমশ ছাড়ছেন দিতিপ্রিয়া, ডার্ক ফ্যাশনিস্তা হয়ে উঠলেন নিমেষে

দিতিপ্রিয়া রায়ের কারণেই এই জনপ্রিয়তা সম্ভব হয়েছে অনেকটা। পাশাপাশি ধারাবাহিকের চিত্রনাট্য, অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরা তো রয়েছেনই। 

28

প্রতিটি চরিত্র ফুটিয়ে তোলাও হল সেরা টিআরপির কারণ। সম্প্রতি গোটা টিমকে দেখা গেল উৎসবে মজে থাকতে।

38

সেই পার্টির ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া। 

48

সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন এবং অ্যাস্থেটিকস পোস্টই সাধারণত করেন দিতিপ্রিয়া। 

58

তার সঙ্গে থাকে নিজের ফোটোশ্যুটের ছবি পোস্ট করতে থাকেন দিতিপ্রিয়া। এবার নিজের ডার্ক ফ্যাশন নিয়ে প্রকাশ্যে দিতিপ্রিয়া। 

68

গাঢ় সবুজ রঙের কুর্তি এবং কালো রঙের হ্যারম প্যান্ট। সঙঅগে ব্লক হিলস পরে দাঁড়িয়ে দিতিপ্রিয়া। 

78

সঙ্গে স্মোকি লুকে মাত দিচ্ছেন একের পর এক নায়িকাদের। তাঁর বয়েজ কাট চুলই হল যেকোনও লুকের ইউএসপি। 

88

মিনিমালিস্টিক রেখেছেন গয়নাগুলি। এই সাজের সঙ্গে তাঁর অন্যান্য সাজের রয়েছে পার্থক্য। তাঁকে এমন ডার্ক ফ্যাশনে মুগ্ধ করতে আগে দেখা যায়নি।

click me!

Recommended Stories