'দূরে' কোথাও চলে গেলেন দিতিপ্রিয়া, পাহাড়ের 'রাণিমা' হয়ে উঠলেন নিমেষে

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের জগতে পদার্পণ দিতিপ্রিয়ার। সেই জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে 'রাণী রাসমণি'র হাত ধরে। ধারাবাহিকটি বাংলা টেলিজগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি। বহু বছর ধরে টিআরপি তালিকার সেরা পাঁচের মধ্যেই থাকে 'রাণী রাসমণি'র নাম। দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান অর্জন করেছিল এই ধারাবাহিক। 

Adrika Das | Published : Jan 30, 2021 9:53 AM IST
18
'দূরে' কোথাও চলে গেলেন দিতিপ্রিয়া, পাহাড়ের 'রাণিমা' হয়ে উঠলেন নিমেষে

সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন এবং অ্যাস্থেটিকস পোস্টই সাধারণত করেন দিতিপ্রিয়া। 

28

তার সঙ্গে থাকে নিজের ফোটোশ্যুটের ছবি পোস্ট করতে থাকেন দিতিপ্রিয়া। যা দেখে চোখ ধাঁধায় ভক্তদের। 

38

এবার অবশ্য নিজের ফোটোশ্যুট নয় নিজের ব্যক্তিগত জীবনই তুলে ধরলেন ইনস্টাগ্রামের ফিডে। 

48

দিতিপ্রিয়া সম্ভবত ঘুরতে গিয়েছেন দার্জিলিং। অথবা দার্জিলিং ঘোরার পর থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন। 

58

দার্জিলিংয়ের চা বাগানে দাঁড়িয়ে একের পর এক ক্যানডিড ছবি তুলে গিয়েছেন তিনি। সাদা জ্যাকেট ও ডেনিম জিনস। 

68

পরণে কেবল এই জিনসগুলিই। তাতেই যেন রূপ ঠিকরে পড়ছে দিতিপ্রিয়ার। তাঁকে এমন রূপেই দেখতে অভ্যস্ত ভক্তরা। 

78

অতিরিক্ত মেকআপ নয়, ফ্যান্সি পোশাক নয়। ক্যাজুয়ালই হল 'রাসমণি' দিতিপ্রিয়ার স্টাইল স্টেটমেন্ট। 

88

ছবি পোস্ট করে লিখেছেন, "দূরে কোথাও ভ্রমণ করতেই থাকো যতক্ষণ না নিজেকে খুঁজে পাচ্ছ।" পোস্টের ক্যাপশনে দিতিপ্রিয়ার চিন্তাভাবনার গভীরতা দেখেও মুগ্ধ নেটিজেনরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos