হাজারো কাজের ব্যস্ততার মধ্যে টলি তারকারাও নিজেজের সময় বার করে প্যান্ডেল হপিংয়ে মেতে ওঠেন। ষষ্ঠী থেকে দশমী কোন দিন কী পোশাক পরবেন তারকারা, কেমন হবে তাদের স্টাইল স্টেটমেন্ট, কারা প্যান্ডেল হপিং করবেন আর কারা বাড়িতে কিংবা কোনও রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে ব্যস্ত থাকবেন তা জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। দুর্গীপুজোয় কী প্ল্যান রয়েছে রাজশ্রীর।