এই বছরটা যেহেতু ঈশানের প্রথম পুজো। তাই এই বছর ছেলের সঙ্গেই পুরো পুজোটা কাটাবেন। তবে বাইরে নয়, একেবারে বাড়িতেই ঈশানকে নিয়ে সময় কাটাতে চান অভিনেত্রী। পাশাপাশি সাজগোজ কিন্তু বাদল দেওয়া যাবে না সঙ্গে পেটপুজো, আড্ডা সব কিছুই থাকবে। তবে পুরো আনন্দ উদযাপন হবে বাড়ির ভিতরেই।