কেউ তুলে নিয়েছেন ত্রিশূল তো কারোর হাতে কাশফুল, 'আগমনী'-র ফোটোশ্যুটে চিনে নিন টলিপাড়ার 'উমা'-দের

পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হল দেবীপক্ষের সূচনা। কাশফুল থেকে শরতের সাদা মেঘ  ইতিমধ্যেই জানান দিচ্ছে উমা ফিরছে নিজের ঘরে। দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব।  মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। পুজোর ফোটোশ্যুট ব্যস্ত রয়েছে টলি তারকারা।  পুজোর আগেই নয়া ফোটোশ্যুটে ঝড় তুলছেন টলি তারকারা। দুর্গাপুজোর আগমনী লুকে রীতিমতো ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন প্রিয় তারকারা। দেবীপক্ষের সূচনায়  কেউ কাশফুল হাতে তো কেউ তুলে নিয়েছেন ত্রিশূল, একঝলকে দেখে নিন টলি পাড়ার উমা-দের।

Riya Das | Published : Sep 26, 2022 6:56 AM IST / Updated: Sep 26 2022, 01:09 PM IST
19
  কেউ তুলে নিয়েছেন ত্রিশূল তো কারোর হাতে কাশফুল, 'আগমনী'-র ফোটোশ্যুটে চিনে নিন টলিপাড়ার 'উমা'-দের


টলি অভিনেত্রী উষসী রায় আগমনী স্পেশ্যাল ফোটোশ্যুটে পুরুষদের হৃদয়ে ধুকপুকানি বাড়িয়ে দিচ্ছেন।  মা দুর্গার সামনে দাঁড়িয়ে শাড়ি পরে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। হাতে তুলে নিয়ে ত্রিশূল। গলায় জড়োয় হার, খোলা চুলে উষসীর সাজে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

29

টলি তারকা টনি রায়ও উমা-র লুকে ভক্তদের চমকে দিয়েছেন। আগমনী স্পেশ্যাল ফোটোশ্যুটে কে কাকে টেক্কা দেবে তা নিয়েই যেন চলছে কড় টক্কর। লাল টকটকে শাড়ি, কপালে চওড়া সিঁদুর, বড় টিপ, গলায় জড়োয়া  সেট, হাতে পদ্মফুল নিয়ে ফোটোশ্যুট করেছেন টনি। উমা-র এই রূপে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

39

পুজোর আর মাত্র কয়েকদিন। আজ প্রথমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টলি অভিনেত্রীরাও রয়েছে পুজোর ব্যস্ততা নিয়ে। প্রত্যেকেই নিজ নিজ ফোটোশ্যুটে নজর কাড়ছেন। বিশেষত  আগমনী স্পেশ্যাল ফোটোশ্যুটে সকলেই সেরা।  সম্প্রতি মা দুর্গার সামনে দাঁড়িয়ে হলুদ রঙের কূর্তিতে নজর কেড়েছেন সন্দীপ্তা সেন। এবং সকলকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন।

49

দেবীপক্ষের সূচনা সকলকে চমকে দিয়েছেন টলি নায়িকা দেবলীনা কুমার। ফ্ল্যাট অ্যাবস,ছিপছিপে কোমর, সেক্সি ফিগার এটাই যেন অভিনেত্রী দেবলীনা কুমারের আইকন। এবারল পুরো অন্য অবতারে দেখা গেল দেবলীনাকে। লাল পাড় সাদা শাড়ি, গয়না , মাথা ভর্তি সিঁদুর, শাখা-পলা-কপালে টিপ পরে সাবেকি সাজে নজর কেড়েছেন দেবলীনা। কখনও হাতে পদ্মফুল তো কখনও আবার ধুনুচি নিয়ে উমার বেশে ধরা দিয়েছেন লাস্যময়ী দেবলীনা।
 

59


অভিনেত্রী সায়ন্তনীও লাল পাড় সাদা শাড়িতে ধরা দিয়েছেন। পরনে নেই ব্লাউজ, হাতে শাখা ও পলা, কাশফুল হাতে নিয়ে আগমনীর সাজে নিজেকে সাজিয়ে নিয়েছেন। দেবীপক্ষের সূচনায়  সায়ন্তীর এই রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা। খোলা চুলে সকলের নজর কেড়েছে সায়ন্তনী।

69


টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষকে দেখে ঘুম উড়েছে নেটপাড়ার। ভক্তরা যেন চোখ সরাতে পারছেন না অভিনেত্রীকে দেখে। আগমনী স্পেশ্যাল ফোটোশ্যুটে লাল শাড়িতে নিজেক সাজিয়েছেন ঋদ্ধিমা। শাড়ি সঙ্গে সোনার গয়না পরেছেন। খোলা চুলে লাস্যময়ীকে দেখতে ভিড় জমছে নেটদুনিয়ায়। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল নেটদুনিয়ায়।

79

দেবীপক্ষের সূচনায় বাঙালি সাজে সকলকে মুগ্ধ করেছেন সকলের প্রিয় 'দিদি নম্বর ওয়ান' অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সাদা ও লাল শাড়িতে সেজেছেন রচনা। দেবীপক্ষের সূচনা হোক আনন্দের সাথে উজ্জ্বল হোক উৎসবের প্রতিদিন, এমনটাই জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

89


টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও সকলকে দেবীপক্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পুরো খাটি বাঙালি লুকে ধরা দিয়েছেন ঋতু। শাড়ির সঙ্গে মানানসই গয়না, কপালে সিঁদুর ও বড় লাল টিপ পরে নজর কেড়েছেন ঋতুপর্ণা। নায়িকার এই অবতার দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা।
 

99

মহালয়ার দিন বাঙালি সাজে লাস্যময়ী অবতারে ছবি পোস্ট করেছেন নুসরত। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, হাতে ও পায়ে আলতা,   ভিজে চুলে হাতে পদ্ম ফুল নিয়ে ছবিতে পোজ দিয়েছেন নুসরত। খোলা পিঠে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে সাংসদ অভিনেত্রীর। মুহূর্তের মধ্যে হাজারো পুরুষের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন নুসরত জাহান। ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'বাজলো তোমার আলোর বেণু'। 'আগমনী' স্পেশ্যাল ফোটোশ্য়ুটে অভিনেত্রী দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। তেমনই আবার সমালোচকদের তোপের মুখেও পড়েছেন নুসরত জাহান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos