দেবীপক্ষের সূচনা সকলকে চমকে দিয়েছেন টলি নায়িকা দেবলীনা কুমার। ফ্ল্যাট অ্যাবস,ছিপছিপে কোমর, সেক্সি ফিগার এটাই যেন অভিনেত্রী দেবলীনা কুমারের আইকন। এবারল পুরো অন্য অবতারে দেখা গেল দেবলীনাকে। লাল পাড় সাদা শাড়ি, গয়না , মাথা ভর্তি সিঁদুর, শাখা-পলা-কপালে টিপ পরে সাবেকি সাজে নজর কেড়েছেন দেবলীনা। কখনও হাতে পদ্মফুল তো কখনও আবার ধুনুচি নিয়ে উমার বেশে ধরা দিয়েছেন লাস্যময়ী দেবলীনা।