মহাভারতের চরিত্রে টলিউডের অভিনেতা-অভিনেত্রী, শিল্পীর তুলিতে লকডাউনে কি ছবির আইডিয়া

ফ্যানমেড থিওরি, ফ্যানমেড চরিত্র, ফ্যানমেড ক্লিপিংসও। ফ্যানের হাতে চলে অধিকাংশ বিষয়। ছবি হিট করা না করাও ভক্তদের উপর। এই ভক্তদের হাতেই মাসখানেক আগে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ মানি হাইস্টের ফ্যানমেড চরিত্রগুলিও প্রকাশ্যে এসেছিল। যেমন প্রফেসরের চরিত্রে শাহরুখ খান, টোকিওর চরিত্রে আলিয়া, রাকেলের চরিত্রে টাব্বু সহ অনেক অভিনেতা-অভিনেত্রীদের নামই উঠে এসেছিল এখানে। এবার টলিউডের পালা। মানি হাইস্ট নয়, ভারতের মহাকাব্য মহাভারতের চরিত্রগুলিতে রাঙানো হয়েছে টলিউড অভিনেতা অভিনেত্রীদের। শিল্পী অবাক সাহা নিজের ফেসবুক প্রোফাইলে মহাভারতের বেশ কয়েকটি চরিত্র বাংলা চলচ্চিত্র জগতের তারকাদের সঙ্গে রাঙিয়ে দিয়েছেন। টলিউডের কোনও তারকাদের এই পোস্টই কেবল চোখে পড়ার অপেক্ষায়। বলিউডে যেমন মানি হাইস্ট তৈরি করার কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন অনেকে তেমনই অবাকের আঁকা ছবিগুলি থেকে অনুপ্রাণিত হতে পারে টলিউড।   

Adrika Das | Published : Jun 2, 2020 2:16 PM IST
111
মহাভারতের চরিত্রে টলিউডের অভিনেতা-অভিনেত্রী, শিল্পীর তুলিতে লকডাউনে কি ছবির আইডিয়া

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ঃ ইন্ডাস্ট্রির অন্যতম সিনিয়র অভিনেতাদের মধ্যে প্রসেনজিৎ একজন। তাঁকে ভীষ্মের চরিত্রে সাজিয়েছেন শিল্পী। নেটিজেনের মতেও বেশ লেগেছে প্রসেনজিৎকে এই চরিত্রে।

211

দেবঃ চেহারা হিসেবে দেবকে ভীমের চরিত্রে একদম পারফেক্ট দেব। সাইবারবাসীরাও অবাকের সঙ্গে একমত।

311

অনির্বাণ ভট্টাচার্যঃ দক্ষ অভিনেতা হিসেবে অনির্বাণকে শিল্পী ভেবেছেন কর্ণ চরিত্রে।

411

জিৎঃ দুর্যোধনের বেশে ভালই মানিয়েছে জিৎকে। তাঁকে দেখে আবারও তরুণীদের মনের ধুঁকপুকানি খানিক বেড়ে গিয়েছে।  

511

আবির চট্টোপাধ্যায়ঃ যুধিষ্ঠির চরিত্রে খারাপ লাগছে না আবিরকে। আবিরের শান্ত দু'টি চোখের সঙ্গে শিল্পী কি যুধিষ্ঠির ভূমিকার মিল খুঁজে পেয়েছেন।

611

অঙ্কুশ এবং পরমব্রত চট্টোপাধ্যায়ঃ অর্জুনের চরিত্রে দু'জনকে ভেবেছেন অবাক। অঙ্কুশ এবং পরমব্রত। যুদ্ধক্ষেত্রে যেমন অঙ্কুশ মানানসই, অভিনয়ের ক্ষেত্রে পরমব্রত সেরা।
 

711

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ঃ দ্রৌপদীর ভূমিকায় ভারি সুন্দর দেখাচ্ছে শ্রাবন্তীকে। দ্রোপদীর রূপ যেমন জগৎ ভোলানো, তেমনই শ্রাবন্তীকে মনের মত রঙে রাঙিয়েছেন অবাক।

811

যিশু সেনগুপ্তঃ কৃষ্ণের চরিত্রে শিল্পী ভেবেছেন যিশুকে। এর আগেও যিশুকে মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেত দেখা গিয়েছে। কৃষ্ণের চরিত্রেও তাঁকে ভালই লাগবে।

911

স্বস্তিকা মুখোপাধ্যায়ঃ স্বস্তিকাকে শিল্পী রেখেছেন কুন্তীর ভূমিকায়। পঞ্চপান্ডবের মায়ের চরিত্রে অবাক স্বস্তিকার বয়স বাড়িয়েছেন তুলির জাদুতে।

1011

হৃত্বিক চক্রবর্তীঃ শকুনির চরিত্রে নানা শেড। তা অবশ্যই হৃত্বিক ছাড়া আর কোনও অভিনেতার পক্ষে সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে।

1111

রুদ্রনীল ঘোষঃ বিদুর, রজতাভ দত্তঃ দ্রোণাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্তঃ দুঃশাসন। এই তিনিটি চরিত্র নিয়ে শিল্পীর সঙ্গে সহমত সকল নেটিজেনরা। অবাকের এই পোস্ট এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos