ছোটপর্দার ভ্যাম্প থেকে নেটদুনিয়ার ইনফ্লুয়েন্সার, অ্যাবসের ছবি পোস্টে ভাইরাল শ্রাবন্তী

ছোটপর্দায় সাধারণত ভ্যাম্পের চরিত্রেই বেশি দেখা গিয়েছে শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়কে। নায়িকার চরিত্রে কাজের সুযোগ না পেলেও নিজের অভিনয়ের দাপটে নায়িকার থেকে লাইমলাইট ঘুরিয়েছেন নিজের দিকে। এখন তাঁকে টেলিপর্দায় তেমন দেখা না গেলেও ইন্টারনেটে ফিডে ফিডে তাঁর ছড়াছড়ি। অভিনেত্রীর পাশাপাশি ইনফ্লুয়েন্সারের ট্যাগও লেগে গিয়েছে শ্রাবন্তীর সঙ্গে।

Adrika Das | Published : Apr 27, 2020 12:22 PM
110
ছোটপর্দার ভ্যাম্প থেকে নেটদুনিয়ার ইনফ্লুয়েন্সার, অ্যাবসের ছবি পোস্টে ভাইরাল শ্রাবন্তী

এখন শ্রাবন্তী একজন ইনফ্লুয়েন্সার। এই শব্দটি ইনস্টাগ্রাম ইউজারদের কাছে বেশ পরিচিত।

210


বাংলা ধারাবাহিকের দর্শকের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও নিজের একটা পরিচয় গড়ে তুলেছেন শ্রাবন্তী।

310

ঘুরতে ভালবাসেন অভিনেত্রী, তবে তার থেকেও বেশি ভালবাসেন নিজের ফিটনেসের খেয়াল রাখতে।

410

তা এই ভালবাসাটা কতখানি সেটা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেই বোঝা যায়।

510

টেলিজগতে ফিটনেস নিয়ে এতটা সজাগ সচরাচর কেউ হন না। শ্রাবন্তী ব্যতিক্রম।
 

610

এমনকি জিম লুক, যা বলিউডে বেশ ভাইরাল, তা শ্রাবন্তী এবার বাংলায় জনপ্রিয় করে তুলেছেন।
 

710


নিজের অ্যাবস ফ্লন্ট করে প্রায়ই ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুলি দেখে চোখ কপালে সাইবারবাসীর।

810

এমন ফিটনেস ফ্রিকও কেউ হতে পারে বাংলায়, তা জানা ছিল না বহু নেটিজেনের।

910


এখন শ্রাবন্তীর থেকে টিপস নেওয়া, তাঁর ওয়ার্ক রুটিন ফলো করার চেষ্টাও চলছে।

1010


নিজেকে ভেঙে গড়ে অলস বাঙালির ট্যাগটা একেবারে সরিয়ে দিয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos