ঋ-এর হটনেসে তাপমাত্রা বাড়বে দিদি নং-১, রবিবারের স্পেশ্যাল ঝলক

লকডাউন এবং করোনা আবহের জেরে দিদি নম্বর ১ বন্ধ হয়ে যেতেই হতাশ হয়ে পড়েছিল অসংখ্য বাঙালি দর্শক। দিদি নম্বর ১-এ কেবল যে বাঙালি দর্শকদের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে তাই নয়। বাংলা না বুঝতে পারলেও একাধিক অবাঙালি ভক্তরাও রয়েছে যারা দিদি নম্বর ১ নিয়মিত দেখেন। তবে লকডাউনের কারণে মাস খানেক বন্ধই ছিল অনুষ্ঠানটি। লকডাউনের রেশ কাটিয়ে ফের শুরু হয়েছে দিদি ন ১। ফের শুরু হওয়ায় এখন আনন্দে আত্মহারা সকলেই। 

Adrika Das | Published : Oct 3, 2020 6:32 PM
18
ঋ-এর হটনেসে তাপমাত্রা বাড়বে দিদি নং-১, রবিবারের স্পেশ্যাল ঝলক

রচনা বন্দ্যোপাধ্যায় ফের হাজির হয়েছেন নিত্যনতুন খেলা নিয়ে। সঙ্গে রয়েছেন বাংলার বিভিন্ন কোণা থেকে আসা দিদিরা। 

28

সপ্তাহ মাঝে মধ্যে থাকছে স্পেশ্যাল পর্বে, থাকছে নতুন চমক। এবার রবিবার স্পেশ্যালে রয়েছে টেলি নায়িকারা।

38

থাকছেন ঋ সেন, উষসী রায়, শ্রীমা ভট্টাচার্য এবং সৌমিলি মজুমদার। ঋ-র ঝলকেই বাড়বে দিদি নং ১-এর তাপমাত্রা। 

48

এবারের রবিবারের বিশেষ পর্বে কী কী থাকছে সেদিকেই মন দর্শকমহলের। প্রত্যেক নায়িকাই টেলিভিশনে জনপ্রিয়। 

58

সৌমিলি সদ্য করোনা মুক্ত হয়েছেন। সেই অভিজ্ঞতা তিনি দিদি নং ১-এর মঞ্চে ব্যক্ত করবেন কিনা সেই নিয়ে কৌতূহল দর্শকের।

68

প্রসঙ্গত, সমস্ত খেলায় এসেছে বদল। সামাজিক দূরত্ব মেনেই পরিকল্পিত করা হচ্ছে প্রতিটি খেলা। চার দিদি-র সঙ্গে বরাবরের মত থাকছেন আরও দু'জন। 

78

নীল মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিক। তাঁদের জুটি মিলে কৌতুকে ভরিয়ে তোলে দর্শকদের। ৪ অক্টোবর সম্প্রচারিত হবে এই পর্ব। 

88

এছাড়াও থাকছেন চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত। সমস্ত নিয়মাবলী মেনেই শুরু হয়েছে রিয়ালিটি শো-টির শ্যুটিং। ফ্লোরে সীমিত করে দেওয়া হয়েছে কুশিলবদের সংখ্যা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos