প্রয়াত 'কলঙ্কিণী কঙ্কাবতী'র 'রঘূবীর', ফিরে দেখা সন্তু মুখোপাধ্যায়ের অভিনয় জীবন

পর পর শোক-সংবাদ। অভিনেতা তাপস পালের মৃত্যু শোকে এখনও কাতর ভক্ত থেকে শুর করে টলি-পাড়া। এরই মাঝে পিতৃহারা স্বস্তিকা মুখোপাধ্যায়। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ফিরে দেখা তাঁর অভিনয় জগতের সেরা মুহূর্ত।

Jayita Chandra | Published : Mar 11, 2020 5:53 PM IST / Updated: Mar 11 2020, 11:24 PM IST

19
প্রয়াত 'কলঙ্কিণী কঙ্কাবতী'র 'রঘূবীর', ফিরে দেখা সন্তু মুখোপাধ্যায়ের অভিনয় জীবন
১৯৫১ সালে ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম হয়।
29
উচ্চমাধ্যমিকে পর আর সেভাবে পড়াশুনা নিয়ে এগোননি সন্তু মুখোপাধ্যায়। ঝোঁক ছিল অভিনয় জগতে আসার। নিয়েছিলেন নাচের প্রশিক্ষণ। গোপাল ভট্টাচার্যের কাছে নাচ শিখে ছিলেন তিনি।
39
বরাবরই ভালো গান গাইতেন তিনি। ছোটবেলায় নিয়ে ছিলেন রবীন্দ্র সঙ্গীতের পাঠ। এরপরই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি।
49
১৯৭৫ সালে তপন সিনহার সঙ্গে দেখা করেছিলেন তিনি। চেয়েছিলেন একটা অভিনয়ের সুযোগ। হাতে আসে রাজা ছবির প্রস্তাব।
59
রাজা ছবির মধ্যে দিয়েই পথ চলা শুরু। এরপর একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে। দ্বিতীয় ছবি করেছিলেন তরুণ মজুমদারের সংসার সীমান্তে।
69
টলিউডে নাম করা পরিচালকদের সঙ্গে কাজ করেন। কাজ করে ছিলেন মহানায়কের পরিচালনার ছবি কলঙ্কিণী কঙ্কাবতীতে।
79
সুখেন দাস, কৌশিক গঙ্গোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, সলিল সেন প্রমুখদের পরিচালনাতে কাজ করেছিলেন তিনি।
89
হারমোনিয়াম’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন সন্তু মুখোপাধ্যায়।
99
শেষ সময় একাধিক ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। কুসুমদোলা, অন্দরমহল, ইষ্টি কুটুম প্রভৃতি। অভিনেতার মৃত্যুতে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায় শোকজ্ঞাপন করেন সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে।
Share this Photo Gallery
click me!
Recommended Photos