সেই পোস্ট দেখেই কি তেলেবেগুনে জ্বলে উঠলেন নুসরত। কিছুক্ষণ পরই দেবের সঙ্গে একটি ছবির দৃশ্য শেয়ার করে নুসরত বলেন, ' আমার বন্ধুকে পেয়ে আমাকে ভুলে গেছো দেখছি, তুমি চলে যাওয়ার পর আমার কিছু ভাল লাগছে না। খুব একা লাগছে'। এবং ভিডিওর উপরে ' মিস ইউ' লেখাই জল্পনাকে আরও দ্বিগুন বাড়িয়ে দিয়েছে।