হাতে পলা, সিঁথিতে সিঁদুর। তবে কি বিয়ে সেরে ফেলেছেন 'ত্রিনয়নী'র খলনায়িকা জ্যাসমিন রায়।
28
সম্প্রতি লক্ষ্মী পুজোর বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জ্যাসমিন। যেখানে তাঁকে হলুদ শাড়িতে দেখা গিয়েছে।
38
হাতে সোনার এবং লাল রঙের চুড়ি দেখা যাচ্ছে। যা দেখে অনেকেই শাঁখা পলা ভাবছে। তৎক্ষণাৎ প্রশ্ন ছুটে এসেছে ভক্তমহলের কাছ থেকে।
48
'আপনি বিয়ে কবে করলেন জ্যাসমিন' লক্ষ্মী পুজোর ছবিতে যদিও সিঁথিতে সিঁদুর নেই। সেই লাল রঙের চুড়ি নিয়ে শোরগোল।
58
বিজয়ার কিছু ছবিতেও সকলের একই প্রশ্ন। প্রেমিক গৌরব মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি দেখেই উঠেছিল এই প্রশ্ন।
68
সিঁথিতে বেশ চওড়া করেই সিঁদুর। পাশে গৌরবকে নিয়ে তুলেছেন ঘনিষ্ঠ ছবি। যদিও কপালের সিঁদুরই খানিক পৌঁছে গিয়েছে সিঁথিতে।
78
সেই দেখেই আগেও ভক্তদের প্রশ্ন ছিল, গৌরবের সঙ্গে বিয়ে কবে সারলেন জ্যাসমিন। যদিও এই কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।
88
গৌরবের সঙ্গে জ্যাসমিনের সম্পর্ক বহুদিনের। একসঙ্গে একাধিক ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি তাঁদের টিকটক অথবা রিল ভিডিও নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল।