হাতে পলা, সিঁথিতে সিঁদুর, চুপিচুপি গৌরবের সঙ্গে 'বিয়ে কবে সারলেন জ্যাসমিন'

বাংলা টেলিভিশনের খবরাখবর নিয়ে চিরকালের উত্তেজনা, উন্মাদনা দর্শকমহলে। বিশেষত ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সকলের উৎসাহ তুঙ্গে। কার সঙ্গে কার প্রেম. কে কবে বিয়ে করছেন, কার পরিবারে কী হল, এই খবরাখবর পেতেই সকলের মন ঝোঁকে অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দিকে। অভিনেত্রী জ্যাসমিন রায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে বলেই বিশ্বাস ভক্তদের। তবুও রয়ে যাচ্ছে প্রশ্ন।

Adrika Das | Published : Nov 1, 2020 12:27 PM
18
হাতে পলা, সিঁথিতে সিঁদুর, চুপিচুপি গৌরবের সঙ্গে 'বিয়ে কবে সারলেন জ্যাসমিন'

হাতে পলা, সিঁথিতে সিঁদুর। তবে কি বিয়ে সেরে ফেলেছেন 'ত্রিনয়নী'র খলনায়িকা জ্যাসমিন রায়। 

28

সম্প্রতি লক্ষ্মী পুজোর বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জ্যাসমিন। যেখানে তাঁকে হলুদ শাড়িতে দেখা গিয়েছে। 

38

হাতে সোনার এবং লাল রঙের চুড়ি দেখা যাচ্ছে। যা দেখে অনেকেই শাঁখা পলা ভাবছে। তৎক্ষণাৎ প্রশ্ন ছুটে এসেছে ভক্তমহলের কাছ থেকে। 

48

'আপনি বিয়ে কবে করলেন জ্যাসমিন' লক্ষ্মী পুজোর ছবিতে যদিও সিঁথিতে সিঁদুর নেই। সেই লাল রঙের চুড়ি নিয়ে শোরগোল। 

58

বিজয়ার কিছু ছবিতেও সকলের একই প্রশ্ন। প্রেমিক গৌরব মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি দেখেই উঠেছিল এই প্রশ্ন। 

68

সিঁথিতে বেশ চওড়া করেই সিঁদুর। পাশে গৌরবকে নিয়ে তুলেছেন ঘনিষ্ঠ ছবি। যদিও কপালের সিঁদুরই খানিক পৌঁছে গিয়েছে সিঁথিতে।

78

সেই দেখেই আগেও ভক্তদের প্রশ্ন ছিল, গৌরবের সঙ্গে বিয়ে কবে সারলেন জ্যাসমিন। যদিও এই কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।

88

গৌরবের সঙ্গে জ্যাসমিনের সম্পর্ক বহুদিনের। একসঙ্গে একাধিক ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি তাঁদের টিকটক অথবা রিল ভিডিও নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos