মনির সঙ্গে রাধিকার সম্পর্কে চিড়, এর পিছনে কর্ণই কি দায়ী, এই দূরত্ব কি মিটবে অবশেষে

'কীকরে বলব তোমায়' ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। মা-ছেলেকে কাছে আনার প্রচেষ্টায় এতদিন ছিলেন রাধিকা। কর্ণের প্রতি তার মায়ের রাগ মিটবে অনুরাধার। এবার নির্মলা এবং রাধিকার সম্পর্কে চিড় ধরাকেই জুড়বে কর্ণ। কী ঘটতে চলেছে আগামী পর্বে। 'কীকরে বলব তোমায়' ধারাবাহিকে এখন বিয়ে পর্ব ছাড়িয়ে এসে গিয়েছে সাংসারিক কলহ এবং মা ও ছেলের মান অভিমানের পালা। রাধিকার প্রতি নির্মলার রাগ ক্রমশ বাড়ছে বই কমছে না। একের পর এক ঘটনায় রাধিকার থেকে ক্রমাগত চলে গিয়েছে মায়ের ভালবাসা।  দূরে সরে যাচ্ছে মা ও মেয়ে। 

Adrika Das | Published : Sep 18, 2020 10:28 PM
19
মনির সঙ্গে রাধিকার সম্পর্কে চিড়, এর পিছনে কর্ণই কি দায়ী, এই দূরত্ব কি মিটবে অবশেষে

অনুরাধা ও ছেলে কর্ণের দূরত্ব বাড়ায় চিন্তিত দর্শকমহল। কীভাবে ছেলের প্রতি রাগ ভাঙবে মায়ের। 

29

দর্শকের চিন্তা দূর করেছিল রাধিকা। মা ও ছেলেকে কাছে আনার নতুন প্ল্যান নিয়ে ময়দানে নেমেছিল রাধিকা। 

39

এবার রাধিকাকে তাঁর মায়ের থেকে দূরে সরিয়ে ফেলেছে কর্ণ। এমনটাই মনে করে রাধিকা। 

49

সেই ভুল বোঝাবুঝি ক্রমশ বেড়েই চলেছে কর্ণ এবং রাধিকার মধ্যে। যার জেরে উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলেও। 

59

সেই ভুল বোঝাবুঝি ক্রমশ বেড়েই চলেছে কর্ণ এবং রাধিকার মধ্যে। যার জেরে উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলেও। 

69

ইতিমধ্যেই এই টানটান উত্তেজনার মাঝেই কিছু সংখ্যক দর্শক আবার মিস করছে কর্ণ এবং রাধিকার রোম্যান্স। 

79

ইতিমধ্যেই এই টানটান উত্তেজনার মাঝেই কিছু সংখ্যক দর্শক আবার মিস করছে কর্ণ এবং রাধিকার রোম্যান্স। 

89

কবে শুরু হবে তাদের ফুল ফ্লেজেড রোম্যান্স, সেই কৌতূহলও রয়েছে দর্শকমহলে।  
 

99

আপাতত কর্ণ কীভাবে রাধিকা এবং নির্মলার মধ্যে দূরত্ব মেটায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos