সেরা এই ১০ লুকেই ভাইরাল রাইমা, জানুন জন্মদিনে হট ডিভার মোট সম্পত্তির পরিমাণ

রাইমা সেন মানেই টলিউডের পর্দায় এক ভিন্ন আবেদন। তাঁর লুক থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, একের পর এক ছবি করে দর্শক মহলে নিজের এক ভিন্ন জ্যঁর তৈরি করেছেন এই অভিনেত্রী। এক কথায় বলতে গেলে রাইমা সেন মানেই চরিত্রের গুণে ও অভিনয়ের দাপটে এক উষ্ণ আবেদন...

Jayita Chandra | Published : Nov 7, 2020 3:02 PM
110
সেরা এই ১০ লুকেই ভাইরাল রাইমা, জানুন জন্মদিনে হট ডিভার মোট সম্পত্তির পরিমাণ

সুচিত্রা সেনের নাতনী বলে কথা, পর্দায় যে তার এক ভিন্ন পরিচিতি তৈরি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর ঠিক সেটাই প্রমাণ করেছিলেন রাইমা সেন।

210

১৯৯৯ থেকে ছবির জগতে পা রাখা, প্রথম ছবি গডফমাদার, এরপর হিন্দি বাংলা তেলেগু ইংলিশ মালায়ালাম তামিল পবিত্র ভাষায় ছবি করতে দেখা গিয়েছে রাইমাকে।

310

কিন্তু কোথায় যেন স্টারডমের শিখরে ওঠা হয়নি এই অভিনেত্রীর। সুপার স্টারের তকমা পাওয়া হয়নি রাইমার।

410

কিন্তু যে ছবি করুক না কেন তিনি, কাজে সমালোচক মহলে এক বিশেষ ছাপ ফেলেছে সে আর বলার অপেক্ষা রাখে না।

510

নিজেকে ভেঙ্গে গড়া পক্ষপাতী রাইমা। প্রতিটি চরিত্র নিয়েই কিছু না কিছু করে থাকেন তিনি। সান বিশেষ এক শেড দিতে।

610

কেবল ছবির জগতে নয়, নিজের লুক বোল্ডনেস, প্রভৃতির মাধ্যমে ভক্ত মহলেও নিজেকে সেরা প্রমাণ করেছেন রাইমা।

710

সোশ্যাল মিডিয়ার পাতা যেন পোর্টফোলিও, একের পর এক ছবি শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কখনো হট কখনো আবার সাবেকি লুক।

810

তার মুখের আদলে আজ অনেকে ফিরে পান সুচিত্রা সেনের হাসি। পর্দা এক পরিণত অভিনেত্রীর দাপটিন প্রকাশ পায় রাইমার দক্ষতা।

910

ছবি পছন্দের বিষয় বরাবরই রাইমা একটু খুঁতখুঁতে। গল্পের বুনোটে যদি সংবেদনশীলতা না থাকে তবে তা খুব একটা মনে ধরেনা রাইমার।

1010

বর্তমানে এই অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ 74 কোটি টাকা মূলত তার আয় হয়ে থাকে ছবি ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনের মাধ্যমে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos