টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের এবং বনি সেনগুপ্তের অন্যতম যুগলের মধ্যে একটি। তাঁদের বিভিন্ন ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হতে থাকে। অফস্ক্রিন অনস্ক্রিন যেখানেই হোক না কেন, বনি-কৌশানির রোম্যান্স সর্বাদই টপ নচ। বনি-কৌশানির প্রেম কাহিনি প্রায় বছর খানেক হয়ে গিয়েছে। ফিল্ম সেটে কাজ করতে করতেই তাঁদের প্রেম শুরু হয়। পারব না আমি ছাড়তে তোকের ছবির সেট থেকেই তাঁদের প্রেমালাপ।