ছোটপর্দার নায়ক হিসেব নীল সব মানুষের কাছেই জনপ্রিয়। এককথায় বাঙালির বং ক্রাশ। ঠিক ততটাই দর্শকমহলে জনপ্রিয় তৃণা। ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার মিলিয়নের তালিকায়। আর মাত্র ১ লক্ষ ফলোয়ার পেলেই ১ মিলিয়নে পৌঁছে যাবেন তৃণা। অল্প দিনের মধ্যেই টেলি অভিনেত্রীদের জনপ্রিয়তায় তিনি ব্য়তিক্রম বটে।