ফোনের পর ফোন পেয়ে বিরক্ত গুঞ্জণের সৌজন্য, রাজনীতির ময়দানে নেমেই বিপাকে অভিনেতা, কী এমন ঘটল

Published : Mar 20, 2021, 08:57 AM IST

গত কয়েক মাসে অভিনেতা-অভিনেত্রীদের ঢল নেমেছে রাজনীতির ময়দানে। একাধিক স্টারের আনাগোনাতে ভরে উঠেছে ভোট ময়দান। আর প্রার্থী তালিকাতে প্রকাশ্যে আসতেই সকলের নজরে একটাই প্রশ্ন, কে কোথায় দাঁড়িয়েছে, কোন কোন এলাকা পেল তারকা প্রার্থী! সেই বিপাকেই জেরবার এবার সৌজন্য। 

PREV
17
ফোনের পর ফোন পেয়ে বিরক্ত গুঞ্জণের সৌজন্য, রাজনীতির ময়দানে নেমেই বিপাকে অভিনেতা, কী এমন ঘটল

পর্দায় গুঞ্জণের বর সৌজন্য, সদ্য তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। 

27

সিনে স্টারেরা আদর্শ, নীতি ও দলীয় নেতা দেখেই বেছে নিয়েছে কে কোন দলে নাম লেখাবে। সেই তালিকাতে পড়ে সৌজন্য। 

37

অভিনেতা কৌশিক রায়। তাঁর পছন্দের দল গেরুয়া শিবির। দীলিপ ঘোষের হাত ধরেই তিনি হাতে তুলে নিয়েছিলেন বিজেপি-র পতাকা। 

47

যার ফলে প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর সকলেই অপেক্ষায় ছিলেন সৌজন্য অর্থাৎ কৌশিক রায় কোথাকার টিকিট পেলেন!

57

এমন সময় সামনে আসে ময়নাগুড়ি এলাকা। সেখানের প্রার্থী তালিকায় নাম রয়েছে কৌশিক রায়ের। অর্থাৎ সৌজন্য লড়াছেন সেখান থেকেই। 

67

তালিকা দেখা মাত্রই সকলে ফোন করে শুভেচ্ছা জানাতে থাকে। এতেই বিপত্তি। কৌশিক এবার ভোট ময়দানে লড়াই করছেন না। 

77

এই কৌশিক রায় তিনি নন। তা স্পষ্ট করে বোঝাতে বোঝাতেই ক্লান্ত অভিনেতা। একই নামে অন্য ব্যক্তি ওই অঞ্চলের টিকিট পেয়েছেন। 

click me!

Recommended Stories