প্রায় কুড়ি বছর পর চৌধুরি বাড়িতে ফিরল শ্যামা, বদলাতে চলেছে নিখিলের ললাটের লিখন

Published : Nov 25, 2020, 12:38 PM IST

বেনারস থেকে কলকাতা, নিখিল ও শ্যামার মধ্যে দূরত্ব বেড়েছিল অনেকখানি। এবার সেই দূরত্ব কমল তাদেরই মেয়ে কৃষ্ণার হাত ধরে। নিখিলের অজান্তেই কৃষ্ণার প্রতি তার স্নেহ বাড়তেই শুরু করেছে। অন্যদিকে শ্যামাকে নিখোঁজ ভেবে নিখিলের মনের দুঃখ আজও একই রকম রয়ে গিয়েছে। অজান্তেই কৃষ্ণার মায়ের পরিচয় শ্যামার সঙ্গে কথপোকথন শুরু হয় নিখিলের। এবার গল্পের মোড় ঘুরল ফের কলকাতায়। 

PREV
18
প্রায় কুড়ি বছর পর চৌধুরি বাড়িতে ফিরল শ্যামা, বদলাতে চলেছে নিখিলের ললাটের লিখন

বেনারস থেকে সোজা কলকাতা। আর বেনারসে আটকে থাকবে না শ্যামা ও নিখিলের জীবনের গল্প।

28

নিখিলের কথায় কৃষ্ণা এবার নিয়েছে অন্য সিদ্ধান্ত। মা-কে নিয়ে কলকাতায় আসবে সে বাবাকে খুঁজতে। 

38

নিখিলই যে তার বাবা, এ কথা এখনও রয়েছে আড়ালে। কলকাতায় এসে পৌঁছে গিয়েছে শ্যামা ও কৃষ্ণা। 

48

শ্যামার ভয় ফের বাস্তবে পরিণত হল। কলকাতাতে পা রাখতেই বিপদের মুখে মা ও মেয়ে। 

58

গুণ্ডাদের কবলে পড়ে রাতের অন্ধকারে একেবারে অসহায় দু'জন। রাস্তার মাঝে একটা মানুষও নেই তাদের সাহায্য করার।

68

সেই সময় ভগবানের দূতের মতে এসে পড়ে নিখিল। গুণ্ডাদের সঙ্গে লড়াই করে বাঁচায় কৃষ্ণা ও শ্যামাকে। 

78

শ্যামা এবং কৃষ্ণার বিপদ দেখে নিখিল সিদ্ধান্ত নিলেন নিজেদের বাড়িতে তাদের আশ্রয় দেওয়ার। 

88

ফের চৌধুরি বাড়িতে প্রায় কুড়ি বছর পর ফিরল শ্যামা। সঙ্গে এবার বাড়ির মেয়ে কৃষ্ণাও রয়েছে। বেনারস থেকে কলকাতায় আসতেই এবার কি বদলাবে শ্যামার ললাটের লিখন। 

click me!

Recommended Stories