মধুমিতা সরকার, দর্শকদের ড্রইং রুম থেকেই যার অভিনয় জগতে হাতেখড়ি। যশের বিপরীতে পাখী, সকলের খুব প্রিয় চরিত্র। তারপর সেই অভিনেত্রীই টলিউডের বড় পর্দায় হাতেখড়ি। প্রথমে ছক্কা। দর্শক মনে জাঁকিয়ে বসেন মধুমিতা। তাঁর অভিনয়গুণ থেকে শুরু করে তাঁর লুক, তাঁর পর্দায় উপস্থাপনা, সবই যে এক একথায় পার্ফেক্ট।