সিঁথি ভর্তি সিঁদুর, লাল শাড়িতে মানালি, পুজোয় নতুন বউ মিসেস অভিমন্যু চট্টোপাধ্যায়

Published : Oct 27, 2020, 06:07 PM IST

বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী মানালি দে। সম্প্রতি রেজিস্ট্রি সেরে সামাজিক বিয়েও সেরে ফেলেছেন মানালি। মানালির ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের উৎসাহ ছিল তুঙ্গে। তিনিও কখনও কোনও রাখঢাক করেননি। বরং গর্বের সহিত পরিচালক অভিমন্যু চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। বিয়ের আঢ়ম্বড় নিয়েও সোশ্যাল মিডিয়ায় পাতায় ছবিতে ভরিয়ে দিয়েছেন মানালি। 

PREV
110
সিঁথি ভর্তি সিঁদুর, লাল শাড়িতে মানালি, পুজোয় নতুন বউ মিসেস অভিমন্যু চট্টোপাধ্যায়

পুজোতে তিনি নতুন বউ। তাই তাঁর দিকেই নজর যাওয়াটাই স্বাভাবিক। তাই তাঁর সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলেই নতুন পোস্টের আশায় বসে থাকে ভক্তরা। 

210

সেই স্টকিং কিংবা ফলো করার জেরেই মানালির রেজিস্ট্রির খবর প্রকাশ্যে আসে। তারপরই সামাজিক বিয়ে। 

310

ঘটা করে নয়। একেবারে সাদামাটা, বাড়ির সদস্য এবং কয়েকজন আত্মীয় স্বজনদের নিয়ে বিয়ের অনুষ্ঠান। 

410

লকডাউন এবং করোনা আবহের জেরে এমন অনুষ্ঠান হওয়াটাই স্বাভাবিক এবং উচিতও।

510

সম্প্রতি পুজোয় নতুন বউ হওয়ার সুবাদে বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

610

যেখানে নিজের ও অভিমন্যুর পরিবারের সঙ্গে একাধিক ছবি তুলে পোস্ট করেছেন মানালি। 

710

লাল রঙের শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর, খোঁপায় ফুলের মালা, সঙ্গে সোনার গয়না। এ যেন এক অন্য মানালি। 
 

810

এমনই নতুন বধূর বেশে ধরা দিয়েছেন তিনি। কখও বরের সঙ্গে তো কখনও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গেল মানালিকে। 

910

নিজের ছবি ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের ছবিও আপলোড করেছেন মানালি। 

1010

মানালির এই ঘরোয়া পরিবেশের অনুষ্ঠানে মন ভরেছে তাঁর ভক্তদের। ইতিমধ্যে ভাইরালও হয়ে উঠেছেন অভিনেত্রী।

click me!

Recommended Stories