করোনা আবহে বিয়ের সারলেন মানালি দে, অভিমন্যুর সঙ্গে পোস্ট করলেন বিয়ের ছবি

Published : Aug 16, 2020, 11:38 AM ISTUpdated : Aug 16, 2020, 11:57 AM IST

'নকশি কাঁথা' ধারাবাহিকটি শেষ হতেই মানালি দের জীবনে খুশির ফোয়ারা। ৭৪তম স্বাধীনতা দিবসে বিয়ে সারলেন অভিনেত্রী। রেজিস্ট্রি সম্পন্ন হল এই বিশেষ দিনে। মানালির সঙ্গে পরিচালক তথা অভিনেতা অভিমন্যু মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্ককেই এবার বিয়ের রূপ দিলেন তাঁরা। করোনা আবহে বিয়ে সেরে চমকে দিলেন ভক্তদের। 

PREV
19
করোনা আবহে বিয়ের সারলেন মানালি দে, অভিমন্যুর সঙ্গে পোস্ট করলেন বিয়ের ছবি

মানালি দে, বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

29

মানালির সঙ্গে অভিমন্যুর সম্পর্ক বহুদিনের। সেই প্রেমের সম্পর্ক থেকে এবার একধাপ এগিয়ে গেলেন সেলেব্রিটি জুটি। 

39

করোনা প্রকোপের মাঝেই বাড়িতে রেজিস্ট্রি সারলেন মালানি এবং অভিমন্যু। 

49

মানালির পরণে লাল সালওয়ার কামিজ এবং অভিমন্যুর লাল শার্টে। টিপসই দেওয়ার পর হাতে কালি নিয়ে ছবি পোস্ট করেছেন মানালি। 

59

তাঁদের সাধারণ সাজপোশাক, কোনও বাহুল্যতা নেই সাজের মধ্যে। যার কারণে ভক্তদের বড়ই পছন্দ হয়েছে তাঁদের 'হাশ হাশ' রেজিস্ট্রি। 

69

বড় অনুষ্ঠান করে বিয়ে কবে সারবেন সেই বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে এভাবেই হঠাৎ চমক দেবেন কিনা সেই প্রশ্ন তুলছে ভক্তমহল। 
 

79

শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। 

89

সকলের কাছেই বিষয়টি খানিক সারপ্রাইজের মতই ছিল। সম্ভবত মানালি এবং অভিমন্যুর ঘনিষ্ঠমহল ছাড়া কেউই জানতেন না তাঁদের রেজিস্ট্রির বিষয়। 

99

তবে কেউই উপস্থিত ছিলেন না তাঁদের রেজিস্ট্রিতে। পরিবারকে পাশে নিয়ে সেরে ফললেন অফিসিয়াল ম্যারেজ। 

click me!

Recommended Stories