মিমি-যশের Bathroom Talks, নুসরতকে ভুলে জনসমক্ষে এ কী বললেন হ্যান্ডসাম হাঙ্ক

মিমি চক্রবর্তীর সদ্য ভাইরাল হওয়া ফোটোশ্যুট নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার ছড়াছড়ি। মিমির এই অভিনব ফোটশ্যুটে তাঁকে স্মোকি মেকআপ করে, টান টান করে চুল বেঁধে, কালো পোশাকে দেখা গিয়েছে। মাথার উপর থেকে পড়ছে জল। সেই জল মুখের উপর দিয়ে গড়িয়ে পড়তেই সঠিক সময় ক্যামেরার শাটার পড়েছে। এই ছিল মিমির ফোটোশ্যুটের থিম। যেখানে একের পর এক লাইকের সংখ্যা বেড়েই চলেছে। 

Adrika Das | Published : Feb 8, 2021 8:04 PM / Updated: Feb 10 2021, 01:10 AM IST
18
মিমি-যশের Bathroom Talks, নুসরতকে ভুলে জনসমক্ষে এ কী বললেন হ্যান্ডসাম হাঙ্ক

ভক্তরা তাঁর রূপে মুগ্ধ হয়ে নানা মন্তব্য করেই চলেছে কমেন্ট সেকশনে। প্রশংসায় পঞ্চমুখ তারা। 

28

এরই মধ্যে মন্তব্য করে বসলেন যশ দাশগুপ্তও। মিমির ছবিতের মজার কমেন্ট করে বসেছেন যশ। 

38

লিখেছেন, 'তোমার কি তোয়ালে লাগবে'। উত্তরে মিমি লিখেছেন, 'তুমি যদিও তোয়ালেটা এনে দাও তবে কোনও সমস্যা নেই।'

48

বেডরুম টকসের বিষয় এতদিন সকলে জানত এখন বাথরুম টকস নিয়ে এলেন যশ ও মিমি। 

58

মিমিকে তোয়ালে দেওয়ার নাম করতেই যশ ও মিমির কথপোকথন নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

68

তবে কি নুসরত নন, মিমির সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে হ্যান্ডসাম হাঙ্ক যশের। যদিও মিমি এবং তিনি অত্যন্ত ভাল বন্ধু। 

78

বন্ধুত্বের কারণেই এমন ঠাট্টা তামাশা চলতে থাকে তাঁদের মধ্যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে।

88

তবু নিন্দুকদের নজর গিয়েছে তাঁদের রহস্যময় মন্তব্যগুলিতে। যা নিয়ে মিমি ও যশের মধ্যে ভিন্ন রসায়ন খোঁজার সুযোগে রয়েছে তারা।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos