তুমিই আমার জীবনের শান্তি, সমুদ্রসৈকতে কার থেকে এই 'উপহার' পেলেন মিমি

সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড, 'Pawri ho rahi hai' যার অর্থ 'এখানে পার্টি হচ্ছে।' মিমি চক্রবর্তী এই ট্রেন্ডের সঙ্গে পায়ে পা মিলিয়ে নিজেরও একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন। অভিনেত্রী পার্ণো মিত্রের সঙ্গে ঘুরতে গিয়ে সেখানে এই 'পাওরি'র ভিডিও করে ভাইরাল হয়েছেন তিনি। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলে নতুন প্রজন্মের নেটিজেনদের রীতিমত টেক্কা দিচ্ছেন মিমি। 

Adrika Das | Published : Feb 20, 2021 6:50 PM
18
তুমিই আমার জীবনের শান্তি, সমুদ্রসৈকতে কার থেকে এই 'উপহার' পেলেন মিমি

ফ্যাশনের দৌড়েও এগিয়ে মিমি। নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে নিত্যদিন এক্সপেরিমেন্ট করে চলেছেন তিনি।

28

সেই ছোঁয়া তিনি নিত্যদিন নিজের পোস্টে রাখেন। এবারও তার অন্যথা হল না। ফ্যাশনের সাতকাহন নিয়ে এলেন মিমি। 

38

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন নিজের একটি ভিডিও। 

48

যেখানে সমুদ্রসৈকতে পিছন ফিরে দাঁড়িয়ে মিমি। যেখানে তাঁর শ্রাগ উড়ছে হাওয়ায়। হটপ্যান্টে দাঁড়িয়ে মিমি। 
 

58

মিমির এই পোস্টটি ভাইরাল হয়েছে নিমেষে। ভিডিওতে লাইকের সংখ্যাও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে অনেকটা। 

68

মিমির এই পোস্টে কেবল তাঁর ফ্যাশনের ছোঁয়াই নয় রয়েছে রোম্যান্টিজমের ঝলকও।

78

চুল উড়ছে হাওয়ায়। চোখে রোদচশমা। সূর্যাস্তের সময় রেকর্ড করা এই ভিডিওতে রয়েছে ভরপুর অ্যাস্থেটিক। 

88

ক্যাপশনে মিমি লিখেছেন, 'তুমি আমার শান্তি।' ভিডিওতে মন্তব্য করেছেন পার্ণো মিত্রও। ভক্তরাও মন্তব্য না করে থাকতে পারেনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos