অ্যাংজাইটি অ্যাটাক হলে কী করেন মিমি, মানসিক স্বাস্থ্য নিয়ে অকপট সাংসদ-অভিনেত্রী

টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একদিকে যাদবপুরের সাংসদ অন্যদিকে টলি অভিনেত্রী। সাফল্য যেমন আছে তেমনই রয়েছে দায়িত্ব। মিমি জানিয়েছেন, অতিরিক্ত উদ্বেগের সমস্যায় ভোগেন যাদবপুরের সাংসদ-অভিনেত্রী। যাকে চিকিৎসকের পরিভাষায় বলা হয় অ্যাংজাইটি অ্যাটাক। তবে মানসিক উদ্বেগ হলে তিনি সেই ধাক্কা নিজেই সামলে নেন, সেকথাও জানালেন নায়িকা। সম্প্রতি  প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের মানসিক স্বাস্থ্য, অ্যাংজাইটি অ্যাটাক-নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। শরীর খারাপ হলে সকলেই যেমন  সবার প্রথমে চিকিৎসকের কাছে ছোটে, তবে মন খারাপ  হলে মনের খারাপ কে রাখে। কিন্তু মন খারাপ হলে মনের খেয়াল রাখা সবচাইতে জরুরি। এবং নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে যথেষ্ঠ সচেতন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী  (Mimi Chakraborty) ।

Riya Das | Published : Feb 14, 2022 9:52 AM
19
অ্যাংজাইটি অ্যাটাক হলে কী করেন মিমি, মানসিক স্বাস্থ্য নিয়ে অকপট সাংসদ-অভিনেত্রী

তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন নেটিজেনরা। তাদের পছন্দ-অপছন্দ সবকিছু জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। টলিপাড়া সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও ভক্তদের কখনও নিরাশ করেন না  (Mimi Chakraborty)। মাঝেমধ্যেই নিজের সিক্রেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন টলিপাড়ার নায়িকা। তা নিয়ে ফ্যানেদের মাধে চর্চাও কম হয়না।

29


মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই আগ্রহী অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের । কেন তিনি আজও সিঙ্গল, এই প্রশ্ন সকলের মুখে মুখে। প্রেম-পরিণয়ের বিষয়ে কোনও মন্তব্যই করতে চান না মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে দূরে রাখতে পছন্দ করেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না।
 

39


মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই আগ্রহী অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের । কেন তিনি আজও সিঙ্গল, এই প্রশ্ন সকলের মুখে মুখে। প্রেম-পরিণয়ের বিষয়ে কোনও মন্তব্যই করতে চান না মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে দূরে রাখতে পছন্দ করেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না।
 

49

 সম্প্রতি  প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের মানসিক স্বাস্থ্য, অ্যাংজাইটি অ্যাটাক-নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। শরীর খারাপ হলে সকলেই যেমন  সবার প্রথমে চিকিৎসকের কাছে ছোটে, তবে মন খারাপ  হলে মনের খারাপ কে রাখে। কিন্তু মন খারাপ হলে মনের খেয়াল রাখা সবচাইতে জরুরি। এবং নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে যথেষ্ঠ সচেতন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী  (Mimi Chakraborty) ।
 

59


মিমি (Mimi Chakraborty) জানিয়েছেন, অতিরিক্ত উদ্বেগের সমস্যায় যেমন ভোগেন মিমি চক্রবর্তী, তেমনই অ্যাংজাইটি অ্যাটাক হলেও তা নিজেই সামলে নেন। তিনি বলেন, অম্বল হলে যেমন অ্যান্টাসিড খেতে হয়, ঠিক তেমনই মানসিক স্বাস্থ্যের সমস্যা হলেও তেমন যত্ন করতে হয়। এটাই হল আমার লড়াই । নিজের লড়াই নিজেকেই লড়তে হয়।

69

মানসিক স্বাস্থ্য নিয়ে মিমি (Mimi Chakraborty) জানিয়েছেন, অ্যাংজাইটি অ্যাটাক হলে তার যত্নের প্রক্রিয়া ভিন্ন। নিয়মিত ধ্যান করলে মন ভলা থাকে। তবে বারবার উদ্বিগ্ন হয়ে পড়লে চিকিৎসকের প্রয়োজন অবশ্যই রয়েছে বলেই জানিয়েছন মিমি চক্রবর্তী।সদ্যই ৩৪  বছরে পা দিয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে বিশেষ দিন  উদযাপন করতে দেখা গেছে নায়িককে। জন্মদিনের একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা ।

79

রাজনীতির বাইরে কেমন জীবনযাপন করেন মিমি, গোপনে কি প্রেম করছেন সাংসদ অভিনেত্রী তা জানতেই মুখিয়ে ভক্তরা। নিজের ইনস্টা-তেই সর্বদা অনুরাগীদের জন্য কিছু না কিছু হটকে করে থাকেন মিমি (Mimi Chakraborty)। মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের । কেন তিনি আজও সিঙ্গল, এই প্রশ্ন আজও সকলের মুখে মুখে। কিছুদিন আগেই ভক্তদের  নিজের বিয়ে নিয়ে বড় খবর জানিয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী। 

89

 তবে নিজের লাভ লাইভ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন মিমি, এবারও অনুরাগীদের জন্য সিক্রেট শেয়ার করলেন মিমি চক্রবর্তী, যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি  প্রথমসারির সংবাদমাধ্যমে এসে ফের লাভ লাইভ নিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাংসদ অভিনেত্রী। তবে এর উত্তর দিতেও বেশি সময় নেননি তিনি। হাসি মুখেই একটা উত্তরেই বলেছেন 'নো কমেন্টস' (Mimi Chakraborty)।

99

 প্রেম তো দূর জীবনে বসন্ত এসেছে কি না তা নিয়ে একটি শব্দও খরচ করতে নারাজ নায়িকা। কিন্তু প্রেম নিয়ে মুখে কুলুপ আঁটলেও প্রশ্নের উত্তরে না বলেও সম্ভাবনা নাকচ করে দেননি মিমি (Mimi Chakraborty) । তবে প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই তিনি নিজের অবস্থান আরও স্পষ্ট করে জানান,  আমি সিঙ্গল, আমি খুবই খুশি। কিন্তু আমি যদি বলি সিঙ্গল, তাহলেই মানুষ প্রশ্ন করেন আমি কেন একা আছি, কেন এখনও বিয়ে করছি না। তাই এত প্রশ্নের একটাই উত্তর নো কমেন্টস। তাহলে সবাই চুপ করে যাবে বলে জানিয়েছেন মিমি। তিনি আরও বলেন, একা থাকতেই বেশি ভাললাগে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos