প্রেম তো দূর জীবনে বসন্ত এসেছে কি না তা নিয়ে একটি শব্দও খরচ করতে নারাজ নায়িকা। কিন্তু প্রেম নিয়ে মুখে কুলুপ আঁটলেও প্রশ্নের উত্তরে না বলেও সম্ভাবনা নাকচ করে দেননি মিমি (Mimi Chakraborty) । তবে প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই তিনি নিজের অবস্থান আরও স্পষ্ট করে জানান, আমি সিঙ্গল, আমি খুবই খুশি। কিন্তু আমি যদি বলি সিঙ্গল, তাহলেই মানুষ প্রশ্ন করেন আমি কেন একা আছি, কেন এখনও বিয়ে করছি না। তাই এত প্রশ্নের একটাই উত্তর নো কমেন্টস। তাহলে সবাই চুপ করে যাবে বলে জানিয়েছেন মিমি। তিনি আরও বলেন, একা থাকতেই বেশি ভাললাগে।