ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে খাওয়া-দাওয়া নিয়ে প্রশ্ন করা হয় ভক্তদের। মায়ের হাতের রান্না নাকি কেনা খাবার কোনটা পছন্দ করেন মিমি। তার উত্তরে মিমি জানান, মা আমার রান্না করেন না, যখন করেন, তখন মায়ের হাতের রান্না, নয়তো কেনা খাবারই পছন্দ করেন (Mimi Chakraborty) ।