Published : Nov 09, 2020, 11:45 PM ISTUpdated : Nov 10, 2020, 08:49 AM IST
কখনও রঙ বেরঙে মিশেছে মিমি চক্রবর্তীর জীবন। আবার কখনও সাদা কালোয় ভরা তাঁর অন্য পৃথিবী। লাইট ক্যামেরা অ্যাকশনের জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। নিজের জীবনের একাধিক আপডেট সোশ্যাল মিডিয়ার পাতায় রাখলেও কোথাও যেন তাঁর অনুভূতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে ধোয়াশা থেকেই যায়। ব্যক্তিগত জীবন নিয়ে কখনই কথা বতে রাজি নন তিনি। তাঁর পোস্ট করা কিছু ছবিতে মিমির রঙ বেরঙের পৃথিবী এল প্রকাশ্যে।