রবিবারের অবসর সময় কার সঙ্গে আদুরে ভালবাসায় মত্ত মিমি, চুম্বনে ভরিয়ে দিলেন তাকে

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবনের অনেকটাই নিজের সোশ্যাল মিডিয়ায় মেলে ধরেন। যেখানে কোনও প্রেমের সম্পর্কের ঝলক দিতে তিনি একেবারেই ইচ্ছুক নন। সিঙ্গল নাকি রেডি টু মিঙ্গল এসবের কোনও তথ্য দিতে স্বাচ্ছন্দবোধ করেন না মিমি। বরং ব্যক্তিগত জীবনের অন্যদিকটি তুলে ধরার চেষ্টা করেন তিনি। যা সফলভাবে সকলের কাছে পছন্দের হয়ে ওঠে। 

Adrika Das | Published : Feb 7, 2021 3:00 PM IST
18
রবিবারের অবসর সময় কার সঙ্গে আদুরে ভালবাসায় মত্ত মিমি, চুম্বনে ভরিয়ে দিলেন তাকে

তাঁর জীবনের প্রধান দুই অংশ হল চিকু এবং ম্যাক্স। মিমির অবসর সময় কাটে এই দুই পোষ্যকে নিয়ে। 

28

পোষ্য বললে অবশ্য ভুল হবে। চিকু ও ম্যাক্স মিমির কাছে দুই ছেলের মত। মিমি তাদের ছেলের মতই মানেন। 

38

রবিবার সকাল মানেই অবসর সময়। সেই সময়টুকু ছেলেদের আদরে ভরিয়ে দিলেন মিমি। 

48

ম্যাক্সকে কোলে নিয়ে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন মিমি। অন্যদিকে ম্যাক্সও মায়ের আদরে একেবারে গদগদ। 

58

চিকু এবং ম্যাক্স নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। তাদের একটি ইনস্টাগ্রাম পেজও রয়েছে। 

68

যার ফলোয়ার  সংখ্যা ১২.৪ হাজার। এক একটি পোস্টে লাইকের বন্যা বয়ে যায়। 

78

সূত্রের খবর, মিমিই সাধারণত এই পেজটি হ্যান্ডেল করেন। মিমির সঙ্গে বিভিন্ন ভিডিও শেয়ার হয় সেই পেজে। 

88


চিকু ও ম্যাক্সের ক্যানডিড ছবি ও ভিডিও সেখানে শেয়ার করা হয়। হ্যান্ডেলের নাম চিকুম্যাক্স অ্যান্ড মমি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos