Taboo, সমাজের তৈরি করা নিয়মকে ভেঙে তচনচ, Wedding Kiss-এ মাতলেন মিমি-ওম

Published : Feb 07, 2021, 03:13 PM IST

বাংলা টেলিজগৎ জুড়ে এখন বিয়ের সানাই। একের পর এক তারকারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে চলেছেন। দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহা, মিমি দত্ত, ওম সাহানি। একে একে সকল সেলেব জুটিই বাঁধা পড়েছেন বিয়ের বন্ধনে। মিমি এবং ওমের রাজকীয় বিয়েতেও গিয়েছে সকলের নজর। তবে বিয়ে এলাহি হলেও দৃষ্টি আকর্ষণ করল অন্য এক বিষয়। 

PREV
18
Taboo, সমাজের তৈরি করা নিয়মকে ভেঙে তচনচ, Wedding Kiss-এ মাতলেন মিমি-ওম

একের পর এক সমাজের পুরনো রীতি ভেঙে চলেছেন তিনি। একসঙ্গে আইবুড়োভাত খাওয়া থেকে শুরু করেছিলেন তাঁরা। 

28

আইবুড়োভাতই কেবল নয়, লিভ ইন রিলেশনশিপেও ছিলেন তাঁরা আগেই। 

38

বিয়েও সারলেন বৈদিক মতে। কন্যাদানের কোনও রীতিই মানেননি তাঁরা। 

48

ওমই কেবল মিমিকে সিঁদুর পরাননি। মিমিও ওমকে সিঁদুর পরিয়েছেন যার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

58

অন্যদিকে বিয়ে শেষ হতেই ওয়েডিং কিসে মেতেছেন তাঁরা। ক্রিশ্চিয়ান মতে বিয়ের পর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত হন বর কনে। 

68

তাঁরাও বিয়ে সারতেই ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠ চুম্বনে মত্ত হয়েছেন। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। 
 

78

লাল টুকটুকে বেনারসিতে মিমি এবং ঘিয়ে রঙের পাঞ্জাবিতে ওম। বিয়ের সাজেই দেখা যাচ্ছে তাঁদের। 

88

সেই সাজেই চুম্বনে মত্ত হয়েছেন তাঁরা। বউভাতের ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। 

click me!

Recommended Stories