মিঠাই ধারাবাহিকের লিড অভিনেত্রী সকলের প্রিয় মিঠাই রানি ওরফে সৌমিতৃষা কুন্ডু, ঐন্দ্রিলা সাহা, দিয়া মুখোপাধ্যায়, কৌশাম্বী চক্রবর্তী এই চার দিদি আজ অংশগ্রহণ করছেন 'দিদি নম্বর ১'-এ। একঝাঁক অতিথি নিয়েই কোজাগরী লক্ষ্মীপুজো স্পেশ্যাল এপিসোডে হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।