শীতের ফ্যাশনে নতুন লুকে হাজির 'মোহর', নেটদুনিয়া কাঁপালেন সোনামণি সাহা

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ 'মোহর' ধারাবাহিকের অভিনেত্রী সোনামণি সাহা। ধারাবাহিকের সম্বন্ধে তেমন পোস্ট তিনি করেন না। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনকে আলাদা রাখতে জানেন সোনামণি। তবে নিত্যদিনের আপডেট তিনি শেয়ার করতে থাকেন। কখনও শর্ট ড্রেসে তো আবার কখন শাড়িতে সেজে ওঠেন অভিনেত্রী। 

Adrika Das | Published : Jan 18, 2021 5:53 PM IST
18
শীতের ফ্যাশনে নতুন লুকে হাজির 'মোহর', নেটদুনিয়া কাঁপালেন সোনামণি সাহা

সোশ্যাল মিডিয়ায় মোহরের খোলস ছেড়ে তিনি এক অন্য অবতারে থাকেন। অভিনেত্রী সোনামণি সাহা তখন তিনি নন।

28

সম্প্রতি উলেন টেক্সচার্ড ট্রেঞ্চ কোট পরে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছিল সোনামণিকে। লম্বা কালো ঘন চুলে পনিটেল করা।

38

এবার উইন্টার ফ্যাশনের সঙ্গে নিজের সৌন্দর্যের সাতকাহনও ছড়ালেন বাংলা টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী। 

48

চকচকে সিক্যুয়েন্ড জ্যাকেটের ভিতর হাই নেক লাল টপ। সঙ্গে ডেনিম জিনস। 

58

নো মেকআপ ন্যুড লুকে ধরা দিয়ে মন্ত্রমুগ্ধ করলেন মোহর প্রেমীদের। সোনামণি নিজের নির্দিষ্ট জায়গায় ফোটশ্যুটগুলি করেন। 

68

যেখানে পিছনে রয়েছে গাছপালা, এক ফালি রোদ এসে পড়েছে তাঁর গায়ে। সেই রোদ পোয়াতে পোয়াতেই চলল ফোটোশ্যুট। 

78

শ্যুটিংয়ের ফাঁকেই চলতে থাকে তাঁর এই ছবি তোলার পর্ব। ছবি গুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "সকালের তারার মত ঝলমল করো।" 

88

শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলেই নিজের বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়েছেন সোনামণি। শীতের ফ্যাশনে রীতিমত দাপিয়ে বেড়াচ্ছেন  তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos