'মোহর'কে ছাঁপিয়ে গেল 'শ্রেষ্ঠা', আবির-নুসরতের সঙ্গে বড় পর্দায় মধুরিমা

Published : Jan 29, 2021, 11:40 AM IST

ডেবিউর পর থেকেই স্টিরিওটাইপড হয়ে গিয়েছিলেন তিনি। বারে বারে নেগেটিভ চরিত্রের প্রস্তাবই আসতে থাকে তাঁর কাছে। জনপ্রিয়তা সেইভাবই পেতে থাকেন ঠিকই। তবে কোথাও গিয়ে যেন বাংলা ধারাবাহিকের গতে বাঁধা একই ধরণের খলনায়িকার চরিত্রে অভিনয় করতে করতে যেন হাঁপিয়ে উঠেছিলেন তিনই। অবশেষে পেলেন বিগ ব্রেক। নুসরত জাহান এবং আবির চট্টোপাধ্যায়ের ছবিতে পেলেন গুরুত্বপূর্ণ চরিত্র।   

PREV
18
'মোহর'কে ছাঁপিয়ে গেল 'শ্রেষ্ঠা', আবির-নুসরতের সঙ্গে বড় পর্দায় মধুরিমা

সদ্য মুক্তিপ্রাপ্ত 'ডিকশনারি' ছবিতে দেখা গেল 'মোহর' ধারাবাহিকের খলনায়িকা মধুরিমা বসাককে।

28

শ্রীময়ী' ধারাবাহিকেও একই ধরণের খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মধুরিমাকে। 

38

কয়েক বছর বাংলা টেলিজগতে অভিনয় করার পরই নবদ্বীপের মেয়ে মধুরিমা সুযোগ পেলেন বড়পর্দায় কাজ করার। 

48

নবনিতার চরিত্রে দেখা যাবে মধুরিমাকে। অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের বাগদত্তা হিসেবেই দেখা যাবে তাঁকে। 

58

সুমন (অর্ণ) ও নবনিতার রসায়ন খানিক ভিন্ন ভাবে ফুটে উঠবে ব্রাত্য বসুর ছবি 'ডিকশনারি'তে। 

68

'মোহর' ধারাবাহিকের জেরে সোনামণি সাহার জনপ্রিয়তা ছড়ায় চারিদিকে। এবার সোনাকেও টপকে গেলেন মধুরিমা। 

78

নিজের অভিনয়ের দাপটে বাংলা টেলিজগতের খলনায়িকা থেকে এবার বড়পর্দায় প্রবেশ মধুরিমার। 

88

এতদিন খলনায়িকার চরিত্রে জনপ্রিয়তা লাভ করার পর অবশেষে ভিন্ন তা পেলেন মধুরিমা। 

click me!

Recommended Stories