সোনার 'প্রেমিক' কি এভাবেই তাঁর জন্য অপেক্ষা করেন, Meme শেয়ারে ভাইরাল হলেন 'মোহর'

বাংলা টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। মোহর ধারাবাহিকে কাজ করার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। এর আগে অন্য ধারাবাহিকে অভিনয় করেন। দেবী চৌধুরাণী ধারাবাহিকে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে মোহর ধারাবাহিকের জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন সোনা। 

Adrika Das | Published : Jan 25, 2021 11:35 AM IST
18
সোনার 'প্রেমিক' কি এভাবেই তাঁর জন্য অপেক্ষা করেন, Meme শেয়ারে ভাইরাল হলেন 'মোহর'

সোনার সোশ্যাল মিডিয়ায় সর্বদা নজর সাইবারবাসীর। নিত্যদিন না হলেও মাঝে মধ্যে নিজের নানা ছবি পোস্ট করতে থাকেন সোনা। 

28

সোশ্যাল মিডিয়ার প্রায়সই নিজের ফ্যাশনের ঝলক নিয়ে ধরা দেন সাইবারদুনিয়ায়। 

38

কখনও আবার নিজের শ্যুটিং সেরে ফোটশ্যুটে মজে থাকেন সোনামণি। যা দেখে মন ভরে ভক্তদের। 

48

এবার ট্রেন্ডের সঙ্গে পা মিলিয়ে শেয়ার করলেন একটি পোস্ট। হলিউডের হরর সিরিজ 'নান'র কথা কমবেশি সকলেই জানে। 

58

সেই 'নান'র মত পোশাক ও মেকআপ নিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে একজন। পিছনে বসে রয়েছে মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। 
 

68

কেন তিনি সেখানে বসে। এই নিয়ে আর কোনও প্রশ্ন নয়। নয়া প্রেসিডেন্ট জো বেইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁকে এমন সাদা মাটা পোশাকে পায়ের উপর দু'হাত তুলে বসে থাকতে দেখা যায়।

78

সেই বসে থাকার ছবিটি কেটে এডিট করে সমস্ত মিম-এ বসানো হচ্ছে। 'নান'র পোশাক ও মেকআপ নিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির পিছনেও বসিয়ে দেওয়া হয়েছে তাঁকে। 

88

ক্যাপশনে লেখা হয়েছে, "আপনি যখন আপনার প্রেমিকার মেকআপ শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন।" সোশ্যাল মিডিয়ায় এই মিমটিই সবচেয়ে বেশি পছন্দ হতেই শেয়ার করেছেন সোনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos