36-24-36, পারফেক্ট চেহারায় ফেটে পড়ছে Curves, মনামীর রূপের সাতকাহন এল প্রকাশ্যে

শাড়ি হোক বা শর্ট স্কার্ট, সবেতেই অসামান্য সুন্দরী মনামী ঘোষ। তাঁকে রূপের বহরে যেকোনও পোশাকই ক্লাসি এবং সফিস্টিকেটেড লুক পায়। কখনও হলুদ শিফন শাড়ি আবার কখনও কালো ড্রেসে নিজের শরীরী আবেদনে ধরা দিলেন মনামী ঘোষ। সবুজ রঙের বল ড্রেসে ধরা দিলেন মনামী। উঁকি মারছে মনামীর কার্ভস। একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন অভিনেত্রী। এক চাউনিতে বাজিমাত করলেন মনামী। 

Adrika Das | Published : Feb 7, 2021 4:56 PM IST
18
36-24-36, পারফেক্ট চেহারায় ফেটে পড়ছে Curves, মনামীর রূপের সাতকাহন এল প্রকাশ্যে

সবুজ রঙের বল ড্রেসে ধরা দিতেই মনামীর কার্ভসেই গিয়েছে নজর। নীল ও সবুজের মিশ্রণে এক সি গ্রিন ধরণের রঙ পোশাকের।

28

মিডি বল গাউনের মধ্যে ফেটে পড়ছে তাঁর রূপের বহর। শরীরী আবদনে নজরে পড়ছে তাঁর কার্ভস। 

38

টানটান করে বাঁধা চুলে তলায় রয়েছে সফ্ট কার্লস। লাল ঠোঁটের ছোঁয়ায় সেক্সিনেসের মাত্রা ছাড়ালেন মনামী। 

48

ডান্স বাংলা ডান্স জুনিয়রের সেটেই তুলেছেন এই ছবিগুলি। এজ ইজ জাস্ট আ নাম্বার। 

58

এই কথাটি মনামী ঘোষের ক্ষেত্রে একেবারে সঠিক বসে। তাঁকে দেখলে ঠিক এই কথাটি মাথায় আসে তাঁর অগণিত ভক্তদের মাথায়। 

68

কেবল অনস্ক্রিনেই নয় অফস্ক্রিনেও নিত্যদিন নানা ধরণের ছবি ভিডিও পোস্ট করে বিনোদনের জোগান দেন মনামী। 

78

ভক্তরা যে তাঁকে কেবল পর্দায় দেখেই মুগ্ধ হন তা নয়, তিনি গান, নাচ, রিল ভিডিও, এমনকি আবৃত্তি করেও মুগ্ধ করেন নিজেদের অনুরাগীদের। 

88

এবারও তার অন্যথা হল না। বরং ফের তাঁর প্রেমে নতুন করে পড়ল আট থেকে আশি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos