দার্জিলিং ট্যুর থেকে ফ্যাশনের সাতকাহন, আপনার গাইড এখন মনামী

ব্রেকফ্রি মুডে রয়েছেন মনামী ঘোষ। দার্জিলিংয়ে গিয়ে কাকে খুঁজছেন অভিনেত্রী। জানলার বাইরে মুখে বের করে ক্যাপশনে লিখেছিলেন, "জানলা খুললেই সবটা সামনে।" মনামী আসলে কোনও মানুষকে নন খুঁজছেন পরিবেশের মধ্যে শান্তি খুঁজছেন। যা শহর থেকে দূরে পাহাড়ের কোলে গিয়ে পেয়েছেন। প্রসঙ্গত, মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা। 

Adrika Das | Published : Sep 22, 2020 5:31 PM IST
18
দার্জিলিং ট্যুর থেকে ফ্যাশনের সাতকাহন, আপনার গাইড এখন মনামী

মনামী ঘোষের বোধহয় বয়স বাড়েই। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। 
 

28

এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা। এবার সে কথা স্বীকার করলেন খোদ অভিনেত্রীও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রহস্যভেদও করলেন। 

38

ঘুরতে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে ভিডিওটি করেছেন। ক্যাপশনে দিয়েছেন, "বয়স দিন দিন যদি কারও কমে তাহলে সেটা মনামী।" 

48

ট্র্যাভেলিংই হল মনামীর বয়স ধরে রাখার সিক্রেট। আপাতত ব্রেকফ্রি মুডে মনামী। 

58

শহর ছেড়ে ছুঁটে গিয়েছেন পাহাড়ের কোলে। পাহাড়ে নেই কোনও মন খারাপ। যার জেরে সেখানেই গিয়েছেন তিনি। 

68

দার্জিলিংয়ের কাছে সুখিয়াপোখড়িতে রয়েছেন তিনি। তবে কার সঙ্গে গিয়েছেন ঘুরতে সে বিষয় কিছুই খোলসা করেননি মনামী। 

78

তাঁর ইনস্টাগ্রাম ফিড যেন ডিজিটাল ট্যুর হয়ে উঠেছে। বাডডিতে বসে বসেই আপনি স্বাদ পাবেন দার্জিলিংয়ের। 

88

কেবল ট্যুর গাইডই নন, মনামী হয়ে উঠেছেন ফ্যাশনের গাইডও। পাহাড়ে ঠান্ডার মধ্যেও নিজের ফ্যাশানিস্তাকে জীবিত রেখেছেন। নিত্যনতুন পোশাকে চমকে দিচ্ছেন ভক্তদের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos