কোমরের Curves, নতুন করে প্রেমে পড়তে বাধ্য করলেন মনামী ঘোষ

Published : Nov 22, 2020, 11:45 PM ISTUpdated : Nov 23, 2020, 02:55 AM IST

এজ ইজ জাস্ট আ নাম্বার। এই কথাটি মনামী ঘোষের ক্ষেত্রে একেবারে সঠিক বসে। তাঁকে দেখলে ঠিক এই কথাটি মাথায় আসে তাঁর অগণিত ভক্তদের মাথায়। কেবল অনস্ক্রিনেই নয় অফস্ক্রিনেও নিত্যদিন নানা ধরণের ছবি ভিডিও পোস্ট করে বিনোদনের জোগান দেন মনামী। ভক্তরা যে তাঁকে কেবল পর্দায় দেখেই মুগ্ধ হন তা নয়, তিনি গান, নাচ, রিল ভিডিও, এমনকি আবৃত্তি করেও মুগ্ধ করেন নিজেদের অনুরাগীদের। এবারও তার অন্যথা হল না। বরং ফের তাঁর প্রেমে নতুন করে পড়ল আট থেকে আশি। 

PREV
17
কোমরের Curves, নতুন করে প্রেমে পড়তে বাধ্য করলেন মনামী ঘোষ

ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান কোন পোশাকে ভাল লাগে না মনামীকে। প্রতিটি পোশাকই নিজের মত করে ক্যারি করতে পারেন তিনি। 

27

দিন কতক আগে শর্ট স্কার্ট এবং স্প্যাগেটি টপে তাক লাগিয়েছিলেন মনামী। তারপরই একেবারে ভোলবদল। 

37

তবে নজর কেড়েছে তাঁর ব্লাউজ। কলার দেওয়া লম্বা হাতা ব্লাউজ। সাদা লাল এবং কালো ব্লাউজে রয়েছে ভিন্ন ধরণের ডিজাইন। 

47

এর সঙ্গে তিনি একটি কালো চোকার ছাড়া তেমন কিছুই পড়েননি। এই শাড়িতে ছবি ভিডিও সবই এখন ভাইরাল। 

57

মনামীর মেকআপেও তেমন অতিরিক্ত কিছু নেই। বরং গাঢ় করে কাজল লাগিয়ে, আলতো করে বিনুনি বেঁধেছেন। 

67

মনামীর মেকআপেও তেমন অতিরিক্ত কিছু নেই। বরং গাঢ় করে কাজল লাগিয়ে, আলতো করে বিনুনি বেঁধেছেন। 

77

তাঁকে দেখে ক্রাশ খেতে শুরু করেছে আট থেকে আশি। এমনকি নতুন করে তাঁর প্রেমে পড়ছে পুরুষরা।   

click me!

Recommended Stories