বয়স গিয়েছে থমকে, প্রতিটা লুকেই ঠিকরে বেরচ্ছে রূপের ছটা, এ কোন মনামী

Published : Sep 12, 2021, 10:43 AM IST

মনামী ঘোষ, এক কথায় বলতে গেলে বয়সটা যেন তাঁর কাছে কোনও বিষয়ই নয়। বছর যতই এগিয়ে যাক, ক্যালেন্ডার যতই পাতা উল্টোক, টলিউডের যেন হট মালাইকা মনামী ঘোষ। একের পর এক হটপোজে ছবি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল। 

PREV
19
বয়স গিয়েছে থমকে, প্রতিটা লুকেই ঠিকরে বেরচ্ছে রূপের ছটা, এ কোন মনামী

ঠিক যেন বার্বি ডল, বলিউডে মালাইকাও ঠিক একি ভাবে উষ্ণতা ছড়াচ্ছেন। বয়স যেন এদের কাছে কোনও বিষয়ই নয়। সিনেমা থেকে দূরে, অথচ গ্ল্যামার দুনিয়ায় হট লিস্টে থাকা মনামী শরীরে ভাঁজেই ঝড় তুলছেন নেট দুনিয়ায়।

29

মনামীর দুই ইউএসপি। এক তাঁর নাচ আর দুই তাঁর লুক। টলিউডের বার্বি গার্ল বললে খুব একটা ভুল করা হবে না। বর্তমানে তেমনই ইমেজ মনামীর। 

39

রিয়ালিটি শো-এর মধ্যে দিয়ে তিনি দর্শকদের ড্রইং রুমে স্থান করে নিয়েছেন। পর্দায় এখন তাঁর নিত্য উপস্থিতি।

49

মনামী সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ। মাঝে মধ্যেই ছবি শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। প্রতিটা ফ্রেমেই বোল্ড তিনি। 

59

কখনও হট লুকে ডান্স মুভ, কখনও আবার বর লোকের বেটি লো, মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে ভক্তমহলে। প্রতিটা ফ্রেমেই বোল্ড তিনি।  

69

ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি, মডেলিং পার্ফেক্ট ফিগার মনামী, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বয়স যেন কোথাও গিয়েছে থেমে। 

79

মনামীর এই স্টানিং লুকই যেন তাঁকে দিনে দিনে ভক্ত মহলের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলছে। কখনও বাবলি লুক, কখনও আবার স্টানিং লুকে ঘরোয়া মনামী, নেট দুনিয়ার বড়ই প্রিয়। 

89

কীভাবে নিজেকে ধরে রেখেছেন এই হট ডিভা, এই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে ভক্তমহল। কেবল ফোটোশ্যুট নয়, সঙ্গে নানা ভিডিও শেয়ার করেও ঝড় তোলেন নেট পাড়ায় মনামী। 

99

কখনও ট্রাভেল ট্রিপ কখনও আবার ঘরোয়া সেলফি। মনামীর পোজে চোখ আটকে ভক্তমহলের। টিনেজারদের তাক লাদাতে সিদ্ধাহস্ত মনামী। 

click me!

Recommended Stories