সবুজ জ্যাকেট, কালো স্পোর্টস ব্রা, রাতারাতি Navel Queen-এর তকমা পেলেন মনামী

Published : Dec 04, 2020, 11:02 PM IST

এজ ইজ জাস্ট আ নাম্বার। এই কথাটি মনামী ঘোষের ক্ষেত্রে একেবারে সঠিক বসে। তাঁকে দেখলে ঠিক এই কথাটি মাথায় আসে তাঁর অগণিত ভক্তদের মাথায়। কেবল অনস্ক্রিনেই নয় অফস্ক্রিনেও নিত্যদিন নানা ধরণের ছবি ভিডিও পোস্ট করে বিনোদনের জোগান দেন মনামী। ভক্তরা যে তাঁকে কেবল পর্দায় দেখেই মুগ্ধ হন তা নয়, তিনি গান, নাচ, রিল ভিডিও, এমনকি আবৃত্তি করেও মুগ্ধ করেন নিজেদের অনুরাগীদের। এবারও তার অন্যথা হল না। বরং ফের তাঁর প্রেমে নতুন করে পড়ল আট থেকে আশি। 

PREV
18
সবুজ জ্যাকেট, কালো স্পোর্টস ব্রা, রাতারাতি Navel Queen-এর তকমা পেলেন মনামী

ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান কোন পোশাকে ভাল লাগে না মনামীকে। প্রতিটি পোশাকই নিজের মত করে ক্যারি করতে পারেন তিনি। 

28

দিন কতক আগে শর্ট স্কার্ট এবং স্প্যাগেটি টপে তাক লাগিয়েছিলেন মনামী। তারপরই একেবারে ভোলবদল। 

38

এবার শীতের আমেজ নিয়ে ধরা দিলেন অভিনেত্রী। সবুজ লেদার জ্যাকেট। ভিতর থেকে উঁকি মারছে কালো স্পোর্টস ব্রা।

48

মনামীর মেকআপেও তেমন অতিরিক্ত কিছু নেই। বরং হালকা কাজলেই মাত দিয়েছেন তাবড়া তাবড় অভিনেত্রীদের। 

58

মেসি পনিটেলের সঙ্গে ম্যাচিং কালো হুপস ঝুলছে কানে। এই দেখেই টিপস নেওয়া অনুরাগীদের। 

68

এই অবতারে তাঁকে দেখেই নেটিজেনরা তাঁকে নতুন তকমা দিয়েছেন। এখন মনামী 'ন্যাভেল ক্যুইন'।

78

তাঁর ফ্ল্যাট অ্যাবস থেকে নজরই সরছে না মনামীর। ড্রেসিং সেন্স নিয়েও কারও কোনও অভিযোগ নেই। 

88


বরং মহিলা ভক্তরা টিপস নেয় তাঁর থেকে। তাঁকে দেখে ক্রাশ খেতে শুরু করেছে আট থেকে আশি। এমনকি নতুন করে তাঁর প্রেমে পড়ছে পুরুষরা।  

click me!

Recommended Stories