মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের। প্রথমত নিজেকে এখনও সিঙ্গল বলে দাবি করেন সাংসদ অভিনেত্রী। অন্যদিকে হামেশাই নিজের ব্যক্তিগত জীবনের অজানা বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায় সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন মিমি। সেখানেই ভক্তদের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করলেন মিমি চক্রবর্তী।
অনুরাগীদের সঙ্গে বরাবরই সুখবর ভাগ করে নেন মিমি চক্রবর্তী। নিজের ইনস্টা-তেই সর্বদা অনুরাগীদের জন্য কিছু না কিছু হটকে করে থাকেন মিমি (Mimi Chakraborty)। মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও তিনিও কখনও নিরাশ করেন না ভক্তদের ।
210
কেন তিনি আজও সিঙ্গল, এই প্রশ্ন সকলের মুখে মুখে। কিছুদিন আগেই ভক্তদের নিজের বিয়ে নিয়ে বড় খবর জানিয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন মিমি। সেখানেই ভক্তদের সঙ্গে ফের নিজের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করলেন মিমি চক্রবর্তী।
310
নিজের ব্যক্তিগত জীবনের অজানা বিষয় নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে ভক্তদের একজন মিমির মনের খবর জানতে চায়। মন খারাপ হলে কী করেন মিমি চক্রবর্তী।
410
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) উত্তরে জানান, মন খারাপ হলে আমি খুব একটা কিছু করি না । বেশি ভাবনা চিন্তা করে ভুলভাল খেয়ে ফেলি। বেশি বেশি করে মিষ্টি খাই আর ঘুমায়। আর তাতেই সমস্যার সমাধান হয়ে যায়।
510
এক ভক্ত মিমিকে (Mimi Chakraborty) জিজ্ঞাসা করেন কীভাবে অভিনেত্রী নিজের ত্বকের যত্ন নেন। উত্তরে সাংসদ অভিনেত্রী বলেন, ত্বকের যত্ন নেওয়ার জন্য যে নিয়মগুলি পালন করছেন সেগুলিই মন দিয়ে করে যান। এতেই সুফল পাবেন। তবে প্রচুর পরিমানে জল খেতে হবে যাতে ত্বক আর্দ্র থাকে। সানস্ক্রিন লোশন অবশ্যই লাগাতেই হবে।
610
ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে ভক্তদের একজন মিমিকে (Mimi Chakraborty) জিজ্ঞাসা করেন, অভিনেত্রী বা সাংসদ না হলে আপনি কী হতেন, সময় না নিয়েই সঙ্গে সঙ্গেই মিমি বলেন পপস্টার হতেন। কারণ তিনি ম্যাডোনার ভক্ত। ম্যাডোনাকে দেখে তার পপস্টার হওয়ার ইচ্ছা জাগে।
710
প্রথমসারির সংবাদমাধ্যমে মিমি (Mimi Chakraborty) জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই বাড়িতে গানবাজনাক পরিবেশ ছিল। কিন্তু তিনি কখনও গান শেখেননি। তবে টিভিতে ম্যাডোনাকে দেখেই তার রকস্টার হওয়ার ইচ্ছা জাগে।
810
ফিগার হোক কিংবা ফোটোশ্যুট একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক। ইতিমধ্যেই যা ৩০ লক্ষে ছুঁতে চলেছে।
910
প্রথম সারির সংবাদমাধ্যমের সমীক্ষায় জনতার ভোটে টলিউডের সবচেয়ে কাঙ্খিত হিরোইনের তকমা পেয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি (Mimi Chakraborty)। তবে এখনও কেন তিনি সিঙ্গল, তা নিয়ে জোর জল্পনা অন্তর্জালে।
1010
সোশ্যাল মিডিয়ায় টোনড ফিগারের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী মিমি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির কিলার লুক। বর্তমানে যাদবপুরের মেয়ে আবার নিজের এলাকারই সাংসদ। সবসময়েই এলাকাবাসীর পাশে থেকেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন মিমি।