সারা শরীর বেয়ে নেমে আসছে 'জলধারা', এ কী হাল সাংসদ অভিনেত্রী মিমির, হতবাক সাইবারবাসী

টলিপাড়ার অন্দরে কান পাতলেই মিমির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কেমন বর চাই সাংসদ অভিনেত্রীর তা অনেকটাই সকলের জানা রচনা ব্যানার্জির টক শো দিদি নম্বর ১-এর দৌলতে। বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লুকও থাকতে হবে। প্রেমের গুঞ্জনের মধ্যেই একের পর এক ফোটোশ্যুটে নজর কেড়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সারা শরীর বেয়ে গড়াচ্ছে জল, হঠাৎ কী এমন হল মিমির, লেটেস্ট ফোটোশ্যুটে রীতিমতো হতবাক নেটিজেনরা।
 

Riya Das | Published : Feb 8, 2021 10:37 AM
110
সারা শরীর বেয়ে নেমে আসছে 'জলধারা', এ কী হাল সাংসদ অভিনেত্রী মিমির, হতবাক সাইবারবাসী

 মিমির ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেন। সত্যিই কি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি তা জানার জন্যই আগ্রহী ভক্তরা।

210


মিমি বরাবরই দাবি করেন তিনি সিঙ্গল। লাভ লাইফে উঁকি মারলেও কিছু স্পষ্ট নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক আপের পর তিনি এখন সিঙ্গল। 

310

মিমির ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেন। সত্যিই কি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি তা জানার জন্যই আগ্রহী ভক্তরা।

410


একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন।  এককথায় তিনি যেন দশভূজা।

510

 ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রী মিমি একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তার স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও।

610


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নয়া ফোটোশ্যুটের ছবি শেয়ার করে নেটিজেনদের চমকে দিয়েছেন মিমি।

710


সারা শরীর বেয়ে নামছে জলধারা, হঠাৎ কী হল মিমির, ছবি দেখে এই প্রশ্নই করেছেন নেটিজেনরা। প্রতিটি ছবিতেই লাইকও কমেন্ট উপচে পড়ছে।

810

কখনও হাই ফ্যাশন আবার কখনও ক্যাজুয়াল। এবারও তার অন্যথা হল না। নিজের এক ভিন্ন রূপ নিয়ে এলেন সামনে। 

910

বর্তমানে যাদবপুরের মেয়ে আবার নিজের এলাকারই সাংসদ। সবসময়েই এলাকাবাসীর পাশে থেকেছেন মিমি চক্রবর্তী।

1010

 প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন মিমি। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos