নিখিল না যশ, কে নুসরতের সন্তানের বাবা, ছেলের নামও রাখলেন 'সহবাস' সঙ্গীর প্রথম অক্ষর 'Y' দিয়ে

অবশেষে শেষ হল দীর্ঘদিনের অপেক্ষা। চলতি বছরের  দীর্ঘ গুঞ্জন শেষ হল গতকাল দুপুরে।  লক্ষ্মীবারেই পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত। সি-সেকশনের পর মা ও ছেলে দুজনেই সুস্থ আছে সেকথা নিজেই জানিয়েছেন নুসরতের সহবাস সঙ্গী যশ দাসগুপ্ত। তবে নুসরতের ছেলে জন্মের পরই সদ্যোজাতকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই। এবার কী নাম রাখলেন ছেলের, তা জানতে চাইছেন ভক্তরা। সূত্র বলছে, সহবাস সঙ্গীর সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখলেন নুসরত, তবে কি নুসরতের সন্তানের বাবা হওয়ার জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত করছেন যশ।
 

Riya Das | Published : Aug 27, 2021 5:14 AM IST / Updated: Aug 27 2021, 12:09 PM IST
110
নিখিল না যশ, কে নুসরতের সন্তানের বাবা, ছেলের নামও রাখলেন 'সহবাস' সঙ্গীর প্রথম অক্ষর 'Y' দিয়ে


 কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ৫১১ নম্বর বেডে রয়েছেন নুসরত জাহান। লক্ষ্মীবারেই পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত। সি-সেকশনের পর মা ও ছেলে দুজনেই সুস্থ আছে সেকথা নিজেই জানিয়েছেন নুসরতের সহবাস সঙ্গী যশ দাসগুপ্ত। 
 

210

 মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ভরে গিয়েছে নুসরতের সোশ্যাল মিডিয়া। পাশাপাশি বাবা হওয়ার শুভেচ্ছায় ভরে গিয়েছে যশের সোশ্যাল মিডিয়া।  এমনকী নুসরত ও তার ছেলের ছবি দেখারও আবদার জানিয়েছেন ভক্তরা।
 

310

मुंबई। बंगाली एक्ट्रेस और तृणमूल कांग्रेस (TMC) की सांसद नुसरत जहां (Nusrat Jahan) 26 अगस्त को मां बन गईं। नुसरत ने बेटे को जन्म दिया है। हालांकि, 3 महीने पहले ही जब नुसरत की प्रेग्नेंसी की खबरें आईं तो उनके एक्स हसबैंड निखिल जैन ने साफ कह दिया था कि ये मेरा बच्चा नहीं है। निखिल का कहना था कि दिसंबर, 2020 से नुसरत उनका घर छोड़कर अपने मम्मी-पापा के साथ बालीगंज वाले घर पर रह रही है। तब से वो उनसे मिले ही नहीं तो बच्चा उनका कैसे हो सकता है। वैसे, नुसरत की बात करें तो शादी के बाद से बच्चा होने तक वो लगातार विवादों में घिरी रही हैं। 
 

410

 তবে শুধু ভক্তরাই নন, নুসরতের মা হওয়ার খুশির খবরে শুভেচ্ছা  জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সহ সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি। নুসরতের পাশাপাশি  যশকেও অভিনন্দন জানিয়েছেন।
 

510


 সদ্যোজাতকে দেখার আবদারের পর এবার কী নাম রাখলেন ছেলের, তা জানতে চাইছেন নুসরত ভক্তরা। সূত্র বলছে, সহবাস সঙ্গীর সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখলেন নুসরত, তবে কি নুসরতের সন্তানের বাবা হওয়ার জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত করছেন যশ।

610

সূত্র বলছে, নিখিল নয়, যশের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে সদ্যোজাতর। ইংরাজি অক্ষর 'Y'দিয়েই ছেলের নাম রেখেছেন নুসরত। যেখানেও যশের সঙ্গে মিল পেয়েছেন নেটিজেনরা।

710

নুসরতের পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ঈশান। সুতরাং যশের সঙ্গে মিল রেখেই যে নাম রেখেছে নুসরত তা বলছেন নেটিজেনরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই ছেলেকে রাখতে চান নুসরত।
 

810


 এখনও পর্যন্ত বাবার নাম হিসেবে কারোর নাম দেননি নুসরত জাহান। তবে নুসরতের গর্ভের সন্তানের বাবা হিসেবে যশকেই ধরে নিয়েছেন অনুরাগীরা । এছাড়াও নুসরতের ছেলের নামের সূত্র ধরেই জল্পনা যেন আরও বাড়ছে।

910


 বর্তমানে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলে অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান। 

1010

 টলিপাড়ার পাওয়ার কাপল বললেই  যশ-নুসরতের নাম সবার শীর্ষে। একদিকে সংসার ভাঙন, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন প্রেমের ঘনিষ্ঠতা  আর এখন পিতৃপরিচয় সন্তান জন্ম দিয়েই টলিউডের আসর কাঁপাচ্ছেন যশ-নুসরত। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos